Air Conditioner: ১,৫৩০ টাকার নামমাত্র মূল্যে ঘরে আনুন নামী ব্র্যান্ডের এই ১.৫টন এসি, গরম পড়ার আগেই বিরাট অফারে তোলপাড়

Air Conditioner: আপনি যদি আপনার বাড়ির জন্য গরমের আগেই একটি নামি ব্র্যান্ডের এসি কেনার কথা বিবেচনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Air conditioner power saving tips, Air conditioner power saving tips, Which mode is best for AC to save electricity, 5 tips to reduce AC electricity bill, Window air conditioner power saving tips, Air conditioner power saving tips in india, Central air conditioner power saving tips, How to reduce AC bill in summer, How to use AC at night, How to reduce power consumption in Split AC"

গরম পড়ার আগেই স্প্লিট এসিতে ৪০% ছাড়। বড় ঘোষণায় খুশির হাওয়া।

Air Conditioner: গরম পড়ার আগেই স্প্লিট এসিতে ৪০% ছাড়। বড় ঘোষণায় খুশির হাওয়া। 

Advertisment

এসি কিনতে চাইছেন, কিন্তু দাম শুনেই পিছিয়ে যাচ্ছেন? এখন সস্তায় এসি কেনার বিরাট সুযোগ। নামী ব্র্যাণ্ডের এসিতে হাজার হাজার টাকা সাশ্রয়ের বিরাট সুযোগ।   অনলাইনেও পাবেন দারুণ সব বিকল্প।

আপনি যদি আপনার বাড়ির জন্য গরমের আগেই একটি নামি ব্র্যান্ডের এসি কেনার কথা বিবেচনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ। গ্রীষ্মের মরসুমে সাধারণ ভাবে এসির দাম থাকে আকাশছোঁয়া। যার কারণে গরম পড়ার আগেই অনেকেই এসি কেনার প্ল্যানিং করে থাকেন।  

Cruise ১.৫ টনের এসি
Cruise ১.৫ টনের ইনভার্টার স্প্লিট এসিটি আপনি সহজ   EMI অপশনেও কিনতে পারবেন। এই এসির আসল দাম ৫৬,৯০০ টাকা কিন্তু আপনি এটি অ্যামাজন থেকে ৪০ শতাংশ ছাড়ের পরে মাত্র ৩৩,৯৯০ টাকায় পেতে পারেন। আপনি চাইলে এই এসিটি ১,৫৩০ টাকার মাসিক ইএমআইতেও কিনতে পারবেন। এই এসি-তে আপনি ৪,৬৫০ টাকার এক্সচেঞ্জ অফারও পাচ্ছেন।

Advertisment

হিটাচি ১.৫ টন এসি
হিটাচির এই ৩ স্টার এসিটি আপনি ৪০ শতাংশ ছাড়ের সাথে মাত্র ৩৮,৫৯০ টাকায় কিনতে পারবেন। আপনি যদি নির্বাচিত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আরও ২,০০০ টাকা ছাড়।  নো কস্ট ইএমআই-তে আপনি  প্রতি মাসে মাত্র ১,৮৭১ টাকা খরচ করে এসিটি কেনার সুযোগ পাবেন।

এলজি ১.৫ টন এসি
এই LG ACটি ১.৫ টনের এবং আপনি এটি ৫২ শতাংশ ছাড়ে মাত্র ৩৭,৬৯০ টাকায় কিনতে পারবেন। আপনি এই অফারটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাচ্ছেন। এক্সচেঞ্জ অফারে আপনি ৫,১০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এছাড়াও, নির্বাচিত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি ৫ থেকে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড়ের অফার পাচ্ছেন। আপনি প্ল্যাটফর্মে EMI বিকল্পও পাচ্ছেন।

গোদরেজ এসি
বিজয় সেলস থেকে আপনি ৩১,৪৯০ টাকা ছাড়ে এই ১.৫ টনের এসিটি পেতে পারেন। এসিটি আপনি সহজ EMI-তে কিনতে পারেন। আপনি যদি ২৪ মাসের EMI প্ল্যান নেন, তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র ১,৫২৭ টাকা EMI দিতে হবে।

Air Conditioner