Advertisment

Air Conditioner: ভোল্টেজের ওঠানামায় হতে পারে এসি-র মারাত্মক ক্ষতি, সারানোর সঠিক খরচ না জানলে ঠকতে হবে!

বর্ষাতেও ভ্যাপসা গরমে মানুষজন নাজেহাল। বর্ষায় এসির ড্রাই মোড আপনাকে স্বস্তি দিতে পারে। এখন প্রশ্ন বর্ষাকালে এসির যত্ন নেবেন কী করে?

author-image
IE Bangla Tech Desk
New Update
"air conditioner PCB Board problem, Air conditioner pcb board problem solution, Air conditioner pcb board problem in india, Air conditioner pcb board problem, Inverter AC PCB problem, PCB in AC Repair cost, Aircon PCB board price, Air Conditioner PCB Price in India, Mitsubishi Air conditioner PCB Board price"

ভোল্টেজের ওঠানামায় হতে পারে এসি মেশিনের মারাত্মক ক্ষতি, সারানোর সঠিক খরচ না জানলে ঠকতে হবে!

Air Conditioner : একটি এয়ার কন্ডিশনার মেশিনের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পিসিবি বোর্ড। এটি অনেক কারণে খারাপ হয়। পিসিবি বোর্ড খারাপের সবচেয়ে বড় কারণ হল ভোল্টেজের ওঠানামা। এ ছাড়া পিসিবি বোর্ডে জল ঢুকলে এটি খারাপ হতে পারে।

Advertisment

বর্ষাতেও ভ্যাপসা গরমে মানুষজন নাজেহাল। বর্ষায় এসির ড্রাই মোড আপনাকে স্বস্তি দিতে পারে। এখন প্রশ্ন বর্ষাকালে এসির যত্ন নেবেন কী করে? জেনে নিন বর্ষায় AC-র PCB বোর্ড যদি কোন কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে এবং তা মেরামত করতে কত খরচ হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ।

পিসিবি বোর্ড কী কাজ করে?
প্রথমত, PCB বোর্ডের পুরো নাম জানা খুবই গুরুত্বপূর্ণ, PCB বোর্ডকে প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয়। এই উপাদানটি এসির বিভিন্ন ফাংশনকে নিয়ন্ত্রণ করে, যেমন তাপমাত্রা সেটিংস, কম্প্রেসরের স্পিড, ফ্যানের গতি ইত্যাদি। এই বোর্ড নষ্ট হয়ে গেলে, এসি স্বাভাবিক কাজ করতে পারে না।

পিসিবি বোর্ড কেন খারাপ হয়?
একটি এয়ার কন্ডিশনার পিসিবি বোর্ড অনেক কারণে খারাপ হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভোল্টেজ ওঠানামা। এ ছাড়া পিসিবি বোর্ডে কোন কারণে জল প্রবেশ করলেও পিসিবি বোর্ড খারাপ হতে পারে।

আরও পড়ুন - < Friendship Day Gift Ideas: বন্ধুকে স্পেশ্যাল ফিল করাতে এই উপহারের জুড়ি মেলা ভার, জমে উঠুক এবারের ফ্রেন্ডশিপ ডে >

মেরামত বা প্রতিস্থাপন খরচ
PCB মেরামত বা প্রতিস্থাপনের খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন ব্র্যান্ড, এসির মডেল ইত্যাদি। যদি আপনি দেশীয় ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার ব্যবহার করেন, তাহলে এর PCB বোর্ড মেরামত করতে ২ থেকে ৫ হাজার টাকা খরচ হতে পারে। বিদেশি কোম্পানির এয়ার কন্ডিশনার ব্যবহার করলে তা মেরামত করতে খরচ হতে পারে ৪ থেকে ৮ হাজার টাকা। আপনার এসি মেশিন যদি ওয়ারেন্টির অধীনে থাকে, বিনামূল্যে কোম্পানি PCB বোর্ড মেরামত বা প্রতিস্থাপন করে দেবে।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment