Advertisment

Air Conditioner under 30000: ৫৫ হাজারের এসি মাত্র ৩০ হাজারেই! আগুনে গরমে বুক কাঁপানো অফার, বিশ্বাসই হবে না

গরমে যেন নাভিশ্বাস উঠার পরিস্থিতি। সূর্যের গনগনে আঁচ যেন শরীরে আগুন ধরাচ্ছে। প্রবল গরমে নাজেহাল মানুষজন।

author-image
IE Bangla Tech Desk
New Update
ac installed in classroom of govt primary school in nadia

প্রতীকী ছবি।

গরমে যেন নাভিশ্বাস উঠার পরিস্থিতি। সূর্যের গনগনে আঁচ যেন শরীরে আগুন ধরাচ্ছে। প্রবল গরমে নাজেহাল মানুষজন। দিল্লি থেকে শুরু করে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহার, বাংলা তীব্র দাবদাহের কবলে নাকাল হচ্ছে। তাপপ্রবাহের জেরে মানুষের একেবারে দমবন্ধ পরিস্থিতি। এই তীব্র গরম থেকে রেহাই পেতে মানুষের ভরসা এয়ার কন্ডিশনার বা এসি। আজকাল বেশিরভাগ বাড়িতেই দিনরাত চলছে এসি।

Advertisment

আপনিও কী গরমের হাত থেকে রেহাই পেতে এসি কেনার প্ল্যানিং করছেন? আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে দেব মাত্র ৩০ হাজার টাকার কম খরচে এসির সন্ধান। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এসির উপর চলছে বাম্পার ডিসকাউন্ট।

LG 1.5 টন এসি কম দামে পাওয়া যাচ্ছে

খুব কম দামে পাচ্ছেন স্প্লিট ইনভার্টার এসি। যদিও এই এসির আসল দাম 55,990 টাকা, কিন্তু আপনি এটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে 55 শতাংশ ছাড়ের সঙ্গে কিনতে পারেন। আপনি পাবেন নো কস্ট ইএমআই-র অপশনও। আপনি চাইলে, একবারে সম্পূর্ণ পেমেন্ট করার পরিবর্তে আপনি EMI-তেও কিনতে পারেন। এই এসিটি কিনতে পারেন।

Whirlpool Convertible 4-in-1

আপনি সস্তায় কনভার্টেবল এসি কিনতে পারেন। LG-এর AC-এর মতো, এই AC-এর আসল দামও 55,900 টাকা কিন্তু আপনি মাত্র 26,990 টাকায় পাচ্ছেন এই এসি। পুরো ৫১ শতাংশ ডিসকাউন্ট সহ Flipkart থেকে কিনতে পারেন।

ব্লু স্টার 0.8 টন

আপনি ব্লু স্টারের 0.8 টন এসি পাচ্ছেন, যা একটি 3 স্টার রেটং এসি কিনতে পারেন। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে আপনি সস্তায় পাবেন এই এসিটি। আপনি এই AC পাচ্ছেন মাত্র 27,989 টাকায়। এতে রয়েছে 34 শতাংশ ছাড়।

Lloyd 0.8 টন AC-তে ছাড়

যদিও এই এসির আসল দাম 47,990 টাকা, কিন্তু আপনি এটি ৪৪ শতাংশ ছাড়ের সাথে মাত্র 26,990 টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি নো-কস্ট ইএমআইতে এই এসি কিনতে পারবেন।

উপরে উল্লিখিত এসি ছাড়াও অন্যান্য কোম্পানির এসি-তেও ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাচ্ছে। আপনি চাইলে আমাজন-ফ্লিপকার্ট থেকে কম দামে অনলাইনে এসি কিনতে পারেন।

Air Conditioner
Advertisment