Airtel: জিওর পর এবার বড় ধাক্কা এয়ারটেলের! বন্ধ হয়ে গেল সস্তার রিচার্জ প্ল্যান

Airtel Recharge Plan: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানগুলিতে বড় পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, কোম্পানিটি তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটিও বন্ধ করে দিয়েছে। ফলে লক্ষ লক্ষ গ্রাহক বিপাকে পড়েছেন।

Airtel Recharge Plan: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানগুলিতে বড় পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, কোম্পানিটি তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটিও বন্ধ করে দিয়েছে। ফলে লক্ষ লক্ষ গ্রাহক বিপাকে পড়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
io, jio new recharge plans, jio plans for bgmi players, Jio Rs 495 plan, Jio Rs 495 plan, jio gaming plans, tech news, technology"

জিওর পর এবার বড় ধাক্কা এয়ারটেলের!

Airtel Recharge Plan: জিওর পর এবার বড় ধাক্কা এয়ারটেল গ্রাহকদের জন্য। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানগুলিতে বড় পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, কোম্পানিটি তাদের জনপ্রিয় ২৪৯ টাকার প্ল্যানটিও বন্ধ করে দিয়েছে। ফলে লক্ষ লক্ষ গ্রাহক বিপাকে পড়েছেন।

Advertisment

সস্তার মাসিক প্ল্যান ব্যবহারকারীদের জন্য বিরাট দুঃসংবাদ নিয়ে এসেছে এয়ারটেল। আগে যেখানে ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেত, সেখানে এখন তা কমিয়ে ১ জিবি করা হয়েছে। অর্থাৎ, মোট ডেটা ৪২ জিবি থেকে কমে দাঁড়িয়েছে ২৮ জিবিতে। ফলে গ্রাহকরা আগের তুলনায় মাসে ১৪ জিবি কম ডেটা পাবেন।

এই ২৯৯ টাকার প্ল্যানে এখন প্রতিদিন ১ জিবি ডেটা ছাড়াও রয়েছে সীমাহীন লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা। একই সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস এবং বিনামূল্যে হ্যালোটিউনস দেওয়া হচ্ছে। প্ল্যানটির বৈধতা ২৮ দিন।

Advertisment

অন্যদিকে, এয়ারটেল তাদের ২৪৯ টাকার প্ল্যান বন্ধ করে দিয়ে গ্রাহকদের আরও চমকে দিয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যেত। বৈধতা ছিল ২৪ দিন।

সংক্ষেপে বলতে গেলে, এয়ারটেলের পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সমস্ত গ্রাহক, যারা কম খরচে বেশি ডেটা ও সীমাহীন কল সুবিধা নিতে অভ্যস্ত ছিলেন। কোম্পানির এই সিদ্ধান্তে গ্রাহকদের মধ্যে ইতিমধ্যেই অসন্তোষ ছড়িয়েছে।

Jio airtel vi