Airtel 597 Prepaid Recharge Plan: এয়ারটেল বাজারে আনল নতুন রিচার্জ প্ল্যান। মাত্র ৫৯৭ টাকাতেই ফিলবে একগুচ্ছ সুবিধা। এবার আপনার এয়ারটেলে মাত্র ৫৯৭ টাকার রিচার্জে মিলবে আনলিমিটেড ভয়েস কল, ফোরজি স্পিডে ১০ জিবি ইন্টারনেট এবং এসএমএসের সুবিধা ১৬৪ দিনের জন্য। মূলত ভয়েস কলিং বেশি করেন এমন গ্রাহকদের সুবিধার্থেই এই প্যাকেজটি এনেছে ভারতী এয়ারটেল। এতে এক দীর্ঘ সময়ের নিরিখে আনলিমিটেটড ফোন কলের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি মিলবে এসএমএসের সুবিধাও।
একবার ৫৯৭ দিয়ে রিচার্জ করলে এয়ারটেল ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও ফ্রি কলিং-এর সুবিধা মিলবে এয়ারটেল গ্রাহকদের। শধু তাই নয়, এক্ষেত্রে রোমিং-এও কোনও বাড়তি চার্জ বরাদ্দ হবে না। তবে অনেকেই মনে করছেন ১০ জিবি ইন্টারনেট ১৬৪ দিনের জন্য বেশ কম। এ ক্ষেত্রে কোম্পানীর সাফাই , এই প্যাকেজটি শুধু তাঁদের জন্য যাঁরা ফোনে বেশি কথা বলেন। ইন্টারনেটের সুবিধার কথা ভেবে এই অফার বাজারে আসেনি বলেই জানানো হয়েছে সংস্থার তরফে। তবে ভয়েস কলের সঙ্গে বাড়তি সুবিধা হিসাবে প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাবেন গ্রাহকরা।
Airtel 597 Prepaid Recharge Plan: Offers Unlimited Calling, 10GB 4G Data
আরও পড়ুন: WhatsApp group feature: হোয়াটসঅ্যাপ গ্রুপ কলিংয়ের সুযোগ এবার অ্যান্ড্রয়েড ও আই ফোনে
এর আগে এয়ারটেল ৯৯৫-র রিচার্জে ১৮০ দিনের বৈধতায় আনলিমিটেড কলিং-এর পাশাপাশি প্রতি মাসে ১জিবি ইন্টারনেটের সুবিধা এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা মিললেও বেশিরভাগ গ্রাহকই মনে করছে প্রথমটির তুলনায় ৫৬৪টাকার অফারটিই বেশি গ্রহনযোগ্য। ইতিমধ্যেই জিও বাজারে এনেছে একাধিক দীর্ঘমেয়াদি অফার। গ্রাহকও ঝুঁকছে সেই দিকেই। কাজেই তাঁর সঙ্গে পাল্লা দিতে এয়ারটেলও কোমর বেঁধেই নেমেছে প্রতিযোগীতায়। একাধিক অফার আনছে এয়ারটেল ভারতী। জানা গিয়েছে এরপর আরও একটি দীর্ঘমেয়াদী অফার আনতে চলেছে এয়ারটেল।