Advertisment

Airtel mobile tariff hike: এ ধাক্কা সামাল দেওয়া মুসকিল, Jio-র পর এবার Airtel, সুনামি গতিতে বাড়ল দাম

১২ ঘন্টার মধ্যেই বিরাট আঘাত। এর আগে রিলায়েন্স জিও দাম বাড়িয়েছিল। আর এখন এয়ারটেল তার ট্যারিফের দাম বাড়িয়েছে। এয়ারটেলও প্রিপেইড এবং পোস্টপেইড উভয় প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছে। ১০ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ছে দাম।

author-image
IE Bangla Tech Desk
New Update
airtel hikes mobile tariffs,airtel announces mobile tariff hike,aitel tariff,airtel recharge,

এয়ারটেল তার ট্যারিফের দাম বাড়িয়েছে।

Airtel mobile tariff hike: Jio-এর পর বিরাট ধাক্কা এয়ারটেলেরও! লাফিয়ে বাড়ল দাম সংকটে লাখ লাখ ইউজার।

Advertisment

Jio-এর পর এয়ারটেল। একধাক্কায় অনেকটাই দাম বাড়ানোর পথে হাঁটল সংস্থা। এখন আপনাকে এয়ারটেলের 179 টাকার বেস প্ল্যানের জন্য 199 টাকা, 455 টাকার প্ল্যানের জন্য 509 টাকা এবং 1799 টাকার প্ল্যানের জন্য 1999 টাকা খরচ করতে হবে। তিনটি প্ল্যানের বৈধতা যথাক্রমে 28 দিন, 84 দিন এবং 365 দিন।

১২ ঘন্টার মধ্যেই বিরাট আঘাত। এর আগে রিলায়েন্স জিও দাম বাড়িয়েছিল। আর এখন এয়ারটেল তার ট্যারিফের দাম বাড়িয়েছে। এয়ারটেলও প্রিপেইড এবং পোস্টপেইড উভয় প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছে। ১০ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ছে দাম। Airtel গ্রাহকদের পরের মাসের তিন তারিখ থেকেই নতুন মূক্য দিতে হবে। দাম বাড়ার পর এখন কোন প্ল্যানের জন্য কত টাকা দিতে হবে আসুন দেখে নেওয়া যাক।

এয়ারটেল প্রিপেড প্ল্যান
ট্যারিফ বৃদ্ধির পরে, এখন আপনাকে Airtel-এর 179 টাকার বেস প্ল্যানের জন্য 199 টাকা, 455 টাকার প্ল্যানের জন্য 509 টাকা এবং 1799 টাকার প্ল্যানের জন্য 1999 টাকা খরচ করতে হবে। তিনটি প্ল্যানের বৈধতা যথাক্রমে 28, 84 এবং 365 দিন। বেস প্ল্যানে 2 জিবি ডেটা পাওয়া যাবে, 509 টাকায় 6 জিবি এবং এক বছরের প্ল্যানে মোট 24 জিবি ডেটা পাওয়া যাবে।

নতুন দৈনিক ডেটা প্ল্যান
প্রতিদিন 1 জিবি ডেটা সহ একটি প্ল্যানের জন্য আপনাকে 299 টাকা খরচ করতে হবে। এর আগে 265 টাকায় কাজ মিটত। 1.5 জিবি দৈনিক প্ল্যানের দাম এখন 299 টাকার পরিবর্তে 349 টাকা হবে। এখন 359 টাকার প্ল্যানের জন্য 409 টাকা চার্জ করা হবে এবং প্রতিদিন 2.5 জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিদিন 3 জিবি ডেটা সহ প্ল্যানের জন্য, যেটির জন্য আগে 399 টাকা খরচ হত, এখন আপনাকে 449 টাকা খরচ করতে হবে। সমস্ত প্ল্যান 28 দিনের বৈধতার সাথে আসবে।

56 দিনের বৈধতা এবং 1.5 জিবি ডেটা সহ প্ল্যান, যার দাম ছিল 479 টাকা, এখন 579 টাকা দিতে হবে। 549 টাকার প্ল্যানটি 649 টাকায়, 719 টাকার প্ল্যানটি 859 টাকায় এবং 839 টাকার প্ল্যানটি 979 টাকায় পাওয়া যাবে।

আরও পড়ুন : < Jio Price Hike: চোখের জল ফেলছেন কোটি কোটি Jio ইউজার, রিচার্জে দাম বাড়ল ৬০০ টাকা >

2999 টাকার বার্ষিক প্ল্যানের জন্য আপনাকে 3599 টাকা খরচ করতে হবে। এয়ারটেল পোস্টপেইড প্ল্যানগুলিরও দাম বাড়িয়েছে। এয়ারটেলের সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যানের পুরানো দাম ছিল 399 টাকা, কিন্তু এখন একই প্ল্যানটি 449 টাকায় পাওয়া যাবে। 499 টাকার প্ল্যানের জন্য আপনাকে 549 টাকা দিতে হবে। বেস প্ল্যানে 40 জিবি মাসিক ডেটা পাওয়া যাবে এবং পরবর্তী প্ল্যানগুলিতে 75 জিবি ডেটা পাওয়া যাবে। নতুন শুল্ক 3রা জুলাই থেকে প্রযোজ্য হবে।

jio airtel
Advertisment