New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/airtel-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এয়ারটেল গ্রাহকদের জন্য দুটি নতুন রিচার্জ প্যাক চালু করছে, যেখানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5 এর সাবসক্রিপশন পাওয়া যাবে। উল্লেখ্য, এবার টপ আপের সঙ্গে থাকছে এই সুবিধা। ২৮৯ টাকায় প্ল্যানের পাশাপাশি ৭৯ টাকার টাকার টপ আপ রিচার্জ নিয়ে এসেছে এয়ারটেল।
Advertisment
নতুন ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের ১০০ টি দৈনিক এসএমএস এবং সীমাহীন কলিং সুবিধাসহ প্রতিদিন ১.৫ ডিবি ডেটা সরবরাহ করবে। এছাড়াও গ্রাহকরা ZEE5 এর সাবসক্রিপশন, এয়ারটেল এক্সস্ট্রিম এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন পাবেন। প্ল্যানের মেয়াদ ২৮ দিন।
৭৯ টাকার প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা ZEE5, এয়ারটেল এক্সস্ট্রিম এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস পাবেন। এর মেয়াদ থাকবে ৩০ দিন।
Read the full story in English