Advertisment

এয়ারটেলের রিচার্জ প্ল্যানে বৈধতা বাড়ল ৪৪ দিন

এয়ারটেল নতুন রিচার্জ প্ল্যানটি আবার নিয়ে এসেছে। কলকাতা সার্কেলেও চালু করেছে ২৮৯ টাকার রিচার্জ প্ল্যান। ডেটা, কলিং এবং টেক্সট মেসেজের সুবিধা অনেকটা একই রয়েছে, তবে ৪৮ দিন বৈধতা বাড়িয়ে ৮৪ দিন করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bharti airtel, ভারতী এয়ারটেল

Airtel Smart Recharge Plans: ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

এয়ারটেল গত মাসে অন্ধ্র প্রদেশ, কেরালা, কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন ২৮৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে। টেলিকম টক একটি প্রতিবেদন অনুযায়ী জানিয়েছে, কোম্পানি এই পরিকল্পনাটি আবার নতুন করে নিয়ে এসেছে। সম্প্রতি কলকাতা সার্কেলেও চালু করেছে এই রিচার্জ প্ল্যান। ডেটা, কলিং এবং টেক্সট মেসেজের সুবিধা অনেকটা একই রয়েছে, তবে এয়ারটেলে ৪৮ দিন থেকে প্ল্যান বৈধতা বাড়িয়ে সেটাকে ৮৪ দিন করা হয়েছে।

Advertisment

সংশোধিত প্ল্যান অনুযায়ী, ভারতী এয়ারটেল তাদের প্রিপেইড গ্রাহকদের FUP সুবিধা ছাড়া, প্রতিদিন ১০০ টি এসএমএস, ৪ জিবি ডেটা ৩ জি স্পিডে এবং আনলিমিটেড কলিং ও রোমিং এর সুবিধা রয়েছে। একবার রিচার্জে এই সুবিধা ব্যবহার করতে পারবেন ৮৪ দিন। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এটি কলকাতা শহরে বৈধ, তবে কোম্পানি শীঘ্রই অন্যান্য অঞ্চলেও এই প্ল্যান লঞ্চ করতে চলেছে।

অন্যদিকে, ভোডাফোন সদ্য তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি প্ল্যান লঞ্চ করেছে, যা ৮৪ দিনের জন্য ভয়েস কল এবং ডেটা বেনিফিট দেবে। টেলিকম টকে প্রথম প্রকাশিত হয়েছে ভোডাফোন পরিষেবায় আসছে ২৭৯ টাকার রিচার্জ প্ল্যান। কোম্পানি জানিয়েছে, এত কম দামে তারাই প্রথম বেশি দিনের প্রিপেইড প্ল্যান নিয়ে আসছে এই মুহূর্তে।

এই প্ল্যান অনুসারে, ভোডাফোন তার প্রিপেইড গ্রাহকদের জন্য নির্দিষ্ট সময়কালের মধ্যে রোমিং, লোকাল, এসটিডি ভয়েস কল ব্যবহার করার সুবিধা দিয়েছে। তবে ব্যবহারকারীদের অবশ্যই মনে রাখতে হবে যে ২৭৯ টাকার প্ল্যানে দৈনিক কলের সীমা ২৫০ মিনিট বা সপ্তাহে ১০০০ মিনিট। এছাড়া, প্রিপেইড গ্রাহকগণ এই পরিকল্পনার অধীনে ফোর জিবি ডেটা পাবেন ৪ জি ও ৩ জি স্পিডে। এরপরে যদি আরও ডেটার প্রয়োজন হয় তাহলে ৪ কেবি ডেটার জন্য খরচ করতে হবে ১০ পয়সা। টেলিকম টক রিপোর্ট অনুযায়ী, পরিকল্পনাটি বর্তমানে কর্ণাটক ও মুম্বাই টেলিকম সার্কেলগুলিতে পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই গোটা ভারতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Read the full story in English.

airtel
Advertisment