Advertisment

Jio, Airtel, Vi Voice Only Plan: ভয়েস অনলি রিচার্জ প্যাক চালু করল Airtel, Jio, Vi, কোন কোম্পানির প্ল্যান সবচেয়ে সস্তা?

Jio, Airtel, Vi Voice Only Plan: TRAI-এর নির্দেশের পর, Jio, Airtel এবং Vi লঞ্চ করেছে ভয়েস অনলি প্ল্যান। তিনটি কোম্পানিই এক বছর এবং ৮৪ দিন মেয়াদের দুটি করে প্ল্যান সামনে এনেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio, Airtel, Vi Voice Only Plan

TRAI-এর নির্দেশের পর, Jio, Airtel এবং Vi লঞ্চ করেছে ভয়েস অনলি প্ল্যান। Photograph: (ফাইল ছবি)

Jio, Airtel, Vi Voice Only Plan:  Airtel, Jio এবং Vi- চালু করেছে ভয়েস অনলি  প্ল্যান, কোন কোম্পানির প্ল্যান সবচেয়ে সস্তা? জানুন বিস্তারিত। 

Advertisment

TRAI-এর নির্দেশের পর, Jio, Airtel এবং Vi লঞ্চ করেছে ভয়েস অনলি প্ল্যান। তিনটি কোম্পানিই এক বছর এবং ৮৪ দিন মেয়াদের দুটি করে প্ল্যান সামনে এনেছে। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক Jio, Airtel এবং Vi-এর ভয়েস এবং SMS প্ল্যানগুলির দাম কত? কোন কোম্পানির প্ল্যানের দাম সবচেয়ে সস্তা? 

Jio

দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি jio নিয়ে এসেছে দুটি নতুন রিচার্জ প্ল্যান। প্রথম প্ল্যানটির দাম ১,৭৪৮ টাকা। এর মেয়াদ ৩৩৬। এই প্ল্যানে ব্যবহারকারীরা সীমাহীন বিনামূল্যে কলিং এবং ৩৬০০ SMS-এর সুবিধা পাবেন। এই প্ল্যানের দৈনিক খরচ ৫.২০ টাকা। এই প্ল্যানে কোন ডেটার সুবিধা নেই।  কোম্পানির দ্বিতীয় রিচার্জের দাম ৪৪৮ টাকা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন।  বৈধতার সাথে আনলিমিটেড কলিং এবং ১,০০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন ইউজাররা।

Advertisment

Airtel 

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেলও লঞ্চ করেছে দুটি ভয়েস অনলি প্ল্যান। কোম্পানি ১,৮৪৯ টাকার বার্ষিক প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ৩,৬০০টি SMS অফার করছে। এর মেয়াদ পুরো ৩৬৫ দিন। এই প্ল্যানের দৈনিক খরচ ৫.০৬ টাকা। এয়ারটেলের দ্বিতীয় পরিকল্পনার দাম ৪৬৯ টাকা। এতে আপনি ৮৪ দিনের জন্য কলিং এবং ৯০০টি এসএমএস পাবেন।

Vi

দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি Vi নতুন দুটি প্ল্যান চালু করেছে। প্রথম প্ল্যানে ইউজাররা পাবেন ৩৬৫ দিনের বৈধতা। যার দাম ১,৮৪৯ টাকা। এই প্ল্যানে ইউজাররা পাবেন ৩,৬০০ এসএমএসের সুবিধা। কোম্পানির দ্বিতীয় প্ল্যানটির দাম ৪৭০ টাকা। যার বৈধতা ৮৪ দিন।  মেয়াদ থাকাকালীন আপনি বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং ৯০০ টি SMS পাবেন

jio airtel vi
Advertisment