Advertisment

Airtel-Jio-Vi-BSNL: Airtel, Jio, Vi, BSNL- ভয়েস অনলি রিচার্জ প্ল্যানে এগিয়ে কে?

Airtel-Jio-Vi-BSNL: ট্রাই-এর সাম্প্রতিক নির্দেশের পর সবকটি টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ভয়েস কলিং এবং এসএমএস প্যাক। এই প্ল্যানে মিলবে না ইন্টারনেটের সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Airtel-Jio-Vi-BSNL

ট্রাই-এর সাম্প্রতিক নির্দেশের পর সবকটি টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ভয়েস কলিং এবং এসএমএস প্যাক। এই প্ল্যানে মিলবে না ইন্টারনেটের সুবিধা। Photograph: (ফাইল ছবি)

Airtel-Jio-Vi-BSNL: ট্রাই-এর সাম্প্রতিক নির্দেশের পর সবকটি টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে  ভয়েস কলিং এবং এসএমএস প্যাক। এই প্ল্যানে মিলবে না ইন্টারনেটের সুবিধা।  

Advertisment

বিশেষ এই রিচার্জ প্ল্যানগুলি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যাদের ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই এবং শুধুমাত্র কলিং এবং মেসেজিংয়ের জন্য মোবাইল পরিষেবা ব্যবহার করেন। এই প্ল্যানগুলি সেই গ্রাহকদের স্বস্তি দেবে যারা যারা ডেটা প্ল্যান ছাড়াই সস্তার টেলিকম পরিষেবা পেতে চান। 

আপনি যদি এমনই একজন টেলিকম ব্যবহারকারী হন, তাহলে আজ এই প্রতিবেদনে জেনে নিন এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়া এবং বিএসএনএলের ভয়েস অনলি রিচার্জ প্ল্যান সম্পর্কে। 

এয়ারটেল ভয়েস এবং এসএমএস প্ল্যান

Advertisment

এয়ারটেল ৪৬৯ টাকার প্রিপেইড প্ল্যান:  এয়ারটেল ৪৬৯ টাকার প্ল্যান ৮৪ দিনের বৈধতা প্রদান। একই সাথে, এটি সীমাহীন ভয়েস কলিং, ৯০০ টি SMS, ৩ মাসের Apollo 24/7 সার্কেল মেম্বারশিপ এবং বিনামূল্যে Hello Tunes অফার করে।

এয়ারটেল ১,৮৪৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানটিতে ৩৬৫ দিনের বৈধতা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩,৬০০টি এসএমএসের সুবিধা পাবেন ইউজাররা। এতে ৩ মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে হ্যালো টিউনস অন্তর্ভুক্ত রয়েছে।

জিওর ভয়েস এবং এসএমএস প্ল্যান 

জিওর ৪৭৮ টাকার ভয়েস-অনলি প্ল্যান: এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং ১২০০টি এসএমএস অফার করা হচ্ছে। এই প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাদের শুধুমাত্র কলিং প্রয়োজন।

জিওর ১,৭৪৮ টাকার ভয়েস-অনলি প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০ এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানের মাধ্যমে, আপনি সারা বছর যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং উপভোগ করতে পারবেন।

Vi ভয়েস এবং SMS প্ল্যান

১,৮৪৯ টাকার VI প্ল্যান:  যদি আপনি গোটা বছরের বঈধতা চান  তাহলে ভোডাফোন আইডিয়ার ১৮৪৯ টাকার প্ল্যানটি একটি ভালো বিকল্প। এই প্ল্যানে ৩৬৫ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং অফার করা হচ্ছে। এর সাথে, ৩৬০০ টি এসএমএস-এর সুবিধাও পাবেন ইউজাররা।  

৪৭০ টাকার VI প্ল্যান: যদি আপনি কম দামে ৮৪ দিনের মেয়াদ চান, তাহলে ভোডাফোন আইডিয়ার ৪৭০ টাকার প্ল্যানটি একটি দুর্দান্ত বিকল্প। এই প্ল্যানের অধীনে, সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধাও পাওয়া যায়। অতিরিক্তভাবে, পুরো বৈধতা সময়কালে ৯০০ টি এসএমএস পাঠানোর বিকল্পও রয়েছে। এই পরিকল্পনাটি কম বাজেটের গ্রাহকদের জন্য খুবই কার্যকর।

BSNL-এর ভয়েস এবং এসএমএস-এর জন্য প্ল্যান

৯৯ টাকার প্ল্যান: বিএসএনএলের ৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের বিকল্প যারা শুধুমাত্র ভয়েস কলিং সুবিধা চান। এই প্ল্যানের মেয়াদ ১৭ দিন এবং এর অধীনে আপনি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানটি বিশেষভাবে একটি কলিং ভাউচার যা শুধুমাত্র ভয়েস কলিং অফার করে এবং ডেটা বা এসএমএসের মতো অন্য কোনও সুবিধা অন্তর্ভুক্ত করে না।

৪৩৯ টাকার প্ল্যান: বিএসএনএলের ৪৩৯ টাকার প্রিপেইড প্ল্যানটির মেয়াদ ৯০ দিন। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও,পাবেন মোট ৩০০টি এসএমএস পাঠানোর বিকল্পও । 

Airtel Recharge plan airtel vi jio BSNL recharge plan Jio-airtel-Vi-BSNL BSNL 5G Jio airtel vi
Advertisment