Advertisment

Airtel: 'মারকাটারি' অফারে উপভোগ করুন সীমাহীন 5G, ধামাকে প্ল্যানে বাজিমাত Airtel-র, Jio কে বিরাট টেক্কা

ধামাকা অফারে তোলপাড় ফেলল Airtel

author-image
IE Bangla Web Desk
New Update
"airtel data booster plan, airtel data booster pack, airtel data booster 1gb, airtel data booster list, airtel data booster 2gb, airtel data booster recharge, airtel data booster 1gb price, airtel data booster recharge plans, airtel data booster code, airtel data booster plans for 1 day, airtel data booster packs, airtel data booster 1gb, airtel prepaid data booster plans, Airtel, 5G, 5G Booster Packs, India, Telecom, Mobile Data, Unlimited Data, 4G Data, Prepaid Plans, Postpaid Plans, Connectivity, Technology, jio recharge plan, jio 5g plans, jio data booster, jio 5g, jio 5g recharge plan, jio 5g unlimited data plan, jio 5g unlimited data plan free,

ধামাকা অফারে তোলপাড় ফেলল Airtel

Airtel: ভারতী এয়ারটেল তার রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরে কিছু নতুন 'ডেটা বুস্টার' প্ল্যান চালু করেছে। এইগুলি হল 5G ডেটা বুস্টার প্ল্যান, যার জন্য গ্রাহকদের 51 টাকা থেকে 151 টাকা খরচ করতে হবে।

Advertisment

Airtel 3টি ডেটা বুস্টার প্ল্যান লঞ্চ করেছে। Jio তার রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কয়েকদিন পরে নতুন 5G ডেটা বুস্টার প্ল্যানও চালু করেছে।

Airtel ৩টি ডেটা বুস্টার প্ল্যান লঞ্চ করেছে

তার রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সময়, Airtel ঘোষণা করেছিল যে শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীরা যারা কমপক্ষে 2GB দৈনিক ডেটা বা তার বেশি দৈনিক ডেটা সহ একটি প্ল্যান কিনেছেন তারা তাদের নেটওয়ার্কে 5G পরিষেবার সুবিধা পেতে সক্ষম হবেন। ব্যবহারকারীরা যদি এই সীমার চেয়ে কম দৈনিক ডেটা সহ একটি প্ল্যান কিনে থাকেন তবে তারা 5G পরিষেবার সুবিধা পাবেন না।

এখন Airtel 5G ডেটা বুস্টার প্ল্যান চালু করে এই ধরনের ব্যবহারকারীদের সমস্যার সমাধান করেছে, যারা দৈনিক 2GB ডেটার চেয়ে কম ডেটা দিয়ে রিচার্জ করে, কিন্তু এখনও 5G পরিষেবা ব্যবহার করতে চান৷ Airtel-এর এই নতুন ডেটা বুস্টার প্ল্যানগুলির সাহায্যে, যে সমস্ত ব্যবহারকারীরা দৈনিক 1GB ডেটা বা 1.5GB দৈনিক ডেটা প্ল্যান রিচার্জ করেন তারা অতিরিক্ত 51, 101 বা 151 টাকার 5G ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করে 5G পরিষেবার সুবিধা পেতে সক্ষম হবেন৷

আরও পড়ুন - < Ola s1x electric scooter: দুর্দান্ত ফির্চাসে ভরপুর Ola-র এই ই-স্কুটার, কিনতে খরচ মাত্র ২০ হাজার! >

শুধু তাই নয়, এয়ারটেল এই 5G ডেটা বুস্টার প্ল্যানগুলির সাথে তার ব্যবহারকারীদের অতিরিক্ত 4G ডেটাও দিচ্ছে। ব্যবহারকারীরা 51 টাকার প্ল্যানে 3GB অতিরিক্ত 4G ডেটা, 101 টাকার প্ল্যানে 6GB অতিরিক্ত 4G ডেটা এবং 151 টাকার প্ল্যানে 9GB অতিরিক্ত 4G ডেটা পাবেন। এই অতিরিক্ত ডেটা এবং 5G ডেটা বুস্টার প্ল্যানগুলির বৈধতা ব্যবহারকারীদের বিদ্যমান প্ল্যানের বৈধতার মতোই থাকবে।

Jio-এর ডেটা বুস্টার প্ল্যান

জিও কয়েক সপ্তাহ আগে তার তিনটি নতুন 5G ডেটা বুস্টার প্ল্যান লঞ্চ করেছে। সেই তিনটি প্ল্যানের দামও 51, 101 এবং 151 টাকা। তবে Jio-এর এই প্ল্যানগুলির শর্তগুলি কিছুটা আলাদা।

Jio-এর 51 টাকা ডেটা বুস্টার প্ল্যান: যে সকল ব্যবহারকারীরা 1.5GB দৈনিক ডেটা প্ল্যান ব্যবহার করেন 51 টাকার ডেটা বুস্টার প্ল্যান ব্যবহার পারেন, যাতে তারা দৈনিক 5G ডেটার সাথে 3GB অতিরিক্ত 4G ডেটা পান।

Jio-এর 101 টাকা ডেটা বুস্টার প্ল্যান: যে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB বা প্রতিদিন 1GB ডেটা প্ল্যান ব্যবহার করেন তারা 101 টাকার ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে পারেন, যাতে তারা দৈনিক 5G ডেটা সহ 6GB অতিরিক্ত 4G ডেটা পাবেন।

Jio-এর 151 টাকা ডেটা বুস্টার প্ল্যান: যে সকল ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB বা প্রতিদিন 1GB ডেটা প্ল্যান ব্যবহার করেন, তারা 151 টাকার ডেটা বুস্টার প্ল্যান নিতে পারেন, যাতে তারা দৈনিক 5G ডেটার সাথে 9GB অতিরিক্ত 4G ডেটা পান।

airtel Tech News jio
Advertisment