Airtel launches Rs 301 plan: আইপিএল মরশুমে এয়ারটেল ব্যবহারকারীদের জন্য এসে গেল জলের দরে রিচার্জ প্ল্যান। কাজের ব্যস্ততার মাঝে আইপিএল আর মিস হবে না। কারণ এয়ারটেল ব্যবহারকারীদের জন্য এসে গিয়েছে ৩০১ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী কোম্পানি এয়ারটেল। যার ব্যবহারকারীর সংখ্যা ৩৮ কোটি। তাঁদের জন্যই এই বিশেষ সুবিধার বন্দোবস্ত। এয়ারটেল গ্রাহকদের চাহিদা পূরণের জন্য প্রায়শই নতুন নতুন প্ল্যান চালু করে। এই রিচার্জ প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস এবং বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন অফার। এই প্ল্যানটি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়।
এয়ারটেল ৩০১ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাবে গ্রাহক? ডেটা, ভয়েস কলিং ও অন্য বিনোদনের সুবিধা রয়েছে। ভারত জুড়ে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন বিনামূল্যে SMS করার সুবিধাও রয়েছে এই রিচার্জ প্ল্যানে। ২৮ দিনের জন্য গ্রাহক পাবে মোট ২৮ জিবি ডেটা অর্থাৎ প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে। আইপিএল ও অন্য বিনোদনের জন্য তিন মাসের জন্য বিনামূল্যে উপভোগ করার দুর্দান্ত সুযোগ রয়েছে এই রিচার্জ প্ল্যানে। বিনামূল্যে হটস্টার সাবস্ক্রিপশন সহ আইপিএল ২০২৫ উপভোগ করতে পারবে এয়ারটেল ব্যবহারকারীরা।
এয়ারটেলের এই প্ল্যানটি আইপিএল ২০২৫ ভক্তদের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে। এই প্ল্যানে ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকায়, ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সমস্ত আইপিএল ম্যাচ লাইভ স্ট্রিম দেখতে পারবে। যদিও প্ল্যানের মেয়াদ ২৮ দিন, হটস্টার সাবস্ক্রিপশনটি তিন মাস স্থায়ী হবে, যা ব্যবহারকারীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই প্ল্যান বাজেট-ফ্রেন্ডলি। রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।
৩০১ টাকার প্ল্যানে রয়েছে OTT সাবস্ক্রিপশন, দৈনিক ডেটা এবং সীমাহীন কলিংও অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা OTT সুবিধা সহ মাসিক প্রিপেইড প্ল্যান চান, তাদের জন্য এটি একটি নিঃসন্দেহে দুর্দান্ত অফার। এই প্ল্যানটি কেবল দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত ডেটা সরবরাহ করে না বরং ক্রিকেটপ্রেমীরা যাতে IPL 2025 লাইভ স্ট্রিমিং মিস না করেন সেই বিষয়টিও নিশ্চিত করেছে।