Airtel: BSNL-কে এবার টক্কর Airtel-এর। রিলায়েন্স জিওর পরে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel। বর্তমানে Airtel-এর ইউজার সংখ্যা প্রায় 39 কোটি। এয়ারটেল সর্বদা তার চমৎকার নেটওয়ার্ক কানেকশনের জন্য পরিচিত। এই কারণেই রিচার্জের দাম বাড়ার পরও কোটি কোটি মানুষ এয়ারটেল সিম ব্যবহার করেন। আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর।
আসলে, Jio-এর পাশাপাশি Airtelও জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এরপর থেকে ক্রমাগত সস্তা প্ল্যানের সন্ধানে বেসরকারি টেলিকম কোম্পানির গ্রাহকরা BSNL-এ স্যুইচ করছেন। এবার এয়ারটেল তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দারুণ স্বস্তি। 200 টাকার কম দামে 28 দিনের বৈধতা সহ রিচার্জ প্ল্যান এনে চমকে দিয়েছে Airtel, আজকের এই প্রতিবেদনে আমরা যে Airtel রিচার্জ প্ল্যানের কথা বলছি তা শুধুমাত্র কিছু নির্বাচিত ব্যবহারকারীদের জন্য।
কেন কিনবেন Bajaj Freedom 125? জানুন নতুন CNG বাইকের সেরা পাঁচ বেনিফিট
গ্রাহকদের স্বস্তি দিতে, এয়ারটেল তালিকায় 199 টাকার একটি শক্তিশালী রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানে আপনি 28 দিনের বৈধতা পাবেন। আপনি 28 দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। স্থানীয় এবং STD-এর জন্য আপনাকে এক পয়সা অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই প্ল্যানে, কোম্পানি আপনাকে প্রতিদিন 100টি বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন।
5G স্মার্টফোনে হাজার হাজার ছাড়! Flipkart Big Billion Days-সেলে অফারের বন্যা
Airtel এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 2GB ডেটার সুবিধা। সুতরাং আপনার যদি আরও বেশি ডেটার প্রয়োজন হয় তবে আপনি প্ল্যানে ডেটা অ্যাড প্ল্যানের মাধ্যমে রিচার্জ করতে পারেন। এই রিচার্জ প্ল্যানে কিছু অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়েছে যাতে আপনি বিনামূল্যে হেলোটিউনসের পরিষেবাও পান। এছাড়াও, আপনি Airtel Extreme অ্যাপের মাধ্যমে বিনামূল্যে টিভি শো, সিনেমা এবং লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন।