Airtel Offerring Free JioHotstar: একেবারে ফ্রি'তে মাস পেরিয়ে বছরভর দেখুন সেরা কন্টেন্ট, JioHotstar এর সাবস্ক্রিপশন এখন বিনামূল্যে

Airtel Offerring Free JioHotstar: রিলায়েন্স জিওর পরে, এয়ারটেলের গ্রাহক সংখ্যার নিরিখে দ্বিতীয় বৃহত্তম সংস্থা। সারা দেশে প্রায় ৩৮ কোটি ইউজার এয়ারটেলের পরিষেবা ব্যবহার করেন।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
JioHotstar

একেবারে ফ্রি'তে মাস পেরিয়ে বছর দেখুন সেরা কনটেন্ট, JioHotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন প্যাকগুলি জানেন? Photograph: (ফাইল ছবি)

Airtel Offerring Free JioHotstar:  বড় টেনশন থেকে মুক্তি লক্ষ লক্ষ এয়ারটেল ইউজারদের।  ৩টি সস্তা প্ল্যানে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে JioHotstar

Advertisment

দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি এয়ারটেল তার কোটি কোটি গ্রাহকের জন্য নিয়ে এসেছে ধুঁয়াধার প্ল্যান । এয়ারটেলের সস্তা এবং ব্যয়বহুল রিচার্জ প্ল্যান রয়েছে। গ্রাহকরা তাদের পছন্দ অনুসারে বেছে নেন সেরা রিচার্জ প্ল্যানটি। এয়ারটেল তার ব্যবহারকারীদের JioHotstar এর বিনামূল্যে সাবস্ক্রিপশন সহ তিনটি দুর্দান্ত পরিকল্পনা অফার করছে।

এয়ারটেল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। রিলায়েন্স জিওর পরে, এয়ারটেলের গ্রাহক সংখ্যার নিরিখে  দ্বিতীয় বৃহত্তম সংস্থা। সারা দেশে প্রায় ৩৮ কোটি ইউজার  এয়ারটেলের পরিষেবা ব্যবহার করেন। আজকের এই প্রতিবেদনে Airtel এর এমন ৩টি প্ল্যান সম্পর্কে বলতে জানাতে চলেছি যেখানে আপনি OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি রিলায়েন্স জিও JioHotstar অ্যাপ চালু করেছে। এয়ারটেলের এমন তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি, যেখানে গ্রাহকরা বিনামূল্যে JioHotstar এর সাবস্ক্রিপশন পাবেন। JioHotstar-এ, আপনি সর্বশেষ সিনেমা, ওয়েব সিরিজ এবং অন্যান্য অনেক বিনোদনমূলক কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। এয়ারটেলের এই তিনটি রিচার্জ প্ল্যানেই আপনার জন্য রয়েছে বড় চমক।  

Advertisment

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান
এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে আপনাকে সমস্ত লোকাল এবং STD নেটওয়ার্কের জন্য আনলিমিটেড ফ্রি কলিং অফার করা হচ্ছে। এর সাথে, ২৮ দিনের জন্য মোট ৫৬ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। আপনি প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে, গ্রাহকরা ২৮ দিনের জন্য Disney+ Hotstar অর্থাৎ JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ১০০টি করে ফ্রি SMSও পাবেন।

এয়ারটেলের ১০২৯ টাকার প্ল্যান
এয়ারটেলের তালিকায় ১০২৯ টাকার একটি রিচার্জ প্ল্যানও রয়েছে। এই রিচার্জ প্ল্যানের মোট মেয়াদ ৮৪ দিন। এতেও আপনাকে সমস্ত নেটওয়ার্কের জন্য সীমাহীন বিনামূল্যে কলিং দেওয়া হচ্ছে। এই প্ল্যানে, আপনি প্রতিদিন ২ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। ৫জি নেটওয়ার্কে এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যাবে। এই প্রিপেইড প্ল্যানে এয়ারটেল তার গ্রাহকদের ৮৪ দিনের জন্য বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।

এয়ারটেলের ৩৯৯৯ টাকার প্ল্যান
জিওর তালিকায় থাকা ৩৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি কোম্পানির সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান। আপনি যদি সারা বছর রিচার্জের ঝামেলা এড়াতে চান, তাহলে আপনি এই প্ল্যানটি বেছে নিতে পারেন। এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং অফার করা হচ্ছে। এই প্ল্যানে গ্রাহকদের প্রচুর ডেটাও দেওয়া হচ্ছে। এই প্ল্যানের মাধ্যমে আপনি প্রতিদিন ২.৫ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। কোম্পানিটি তার গ্রাহকদের পুরো ৩৬৫ দিনের জন্য বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।

jio airtel