Airtel recharge plans: সম্প্রতি দেশের বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এখন এয়ারটেলক গ্রাহকদের আকৃষ্ট করতে অনেক ধরনের প্ল্যান চালু করে চলেছে। ২৮ দিনের বদলে ৩০ দিনের একগুচ্ছ প্ল্যান এনে জিওকে কঠিন প্রতিযোগিতায় ফেলে দিয়েছে এয়ারটেল। এয়ারটেলের এমন তিনটি প্ল্যান রয়েছে যেগুলির বৈধতা ৩০ দিন।
219 টাকার সবচেয়ে সস্তা প্ল্যান
এটি Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান। যার বৈধতা ৩০ দিন। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ২১৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ডেটা এবং কলিং সহ আরও অনেক সুবিধা পাবেন। 219 টাকার প্ল্যানে, বিনামূল্যে 300 SMS সহ 3GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন ইউজাররা। এছাড়া এই প্ল্যানে ৫ টাকার টকটাইমও পাওয়া যাচ্ছে।
355 টাকার দ্বিতীয় প্ল্যান
এয়ারটেলের দ্বিতীয় প্ল্যানটি 355 টাকার। এই প্ল্যানের বৈধতাও 30 দিন। এই প্ল্যানে, আপনি পাবেন 25GB ডেটা, 100SMS সহ সীমাহীন ভয়েস কলিং।
589 টাকার তৃতীয় প্ল্যান
এটি Airtel-এর তৃতীয় প্ল্যান যার বৈধতা 30 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা 50GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিং এবং 300SMS পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা ফ্রি হ্যালো টিউন, উইঙ্ক মিউজিক এবং অ্যাপোলো 24/7-এর মতো সুবিধা পাবেন।