Advertisment

Airtel : ভয়েস অনলি প্ল্যান Airtel-এর? বিরাট বিবৃতি সংস্থার

Airtel : এয়ারটেলের তালিকায় এমন দুটি রিচার্জ প্ল্যান যুক্ত হয়েছে যে প্ল্যানে গ্রাহকদের কোন ডেটার সুবিধা পাবেন না। অর্থাৎ গ্রাহকদের শুধুমাত্র ভয়েস কলিং সুবিধা দেওয়া হচ্ছিল । অর্থাৎ, এই প্ল্যানে কোন ইন্টারনেট ডেটা পাবেন না ইউজাররা। আসলে, TRAI সম্প্রতি টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকদের জন্য কেবল ভয়েস প্ল্যান চালু করতে বলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
airtel insurance plan

ভয়েস প্ল্যান চালু করল এয়ারটেল? ট্রাইয়ের গাইড লাইন মেনেই কী বড় সিদ্ধান্ত!

Airtel : ভয়েস প্ল্যান চালু করল এয়ারটেল? ট্রাইয়ের গাইড লাইন মেনেই কী বড় সিদ্ধান্ত! 

Advertisment

ট্রাই সম্প্রতি টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকদের জন্য কেবল ভয়েস প্ল্যান চালু করার বিষয়ে নির্দেশিকা জারি করেছে। তারপরই  এয়ারটেলের রিচার্জ তালিকায় এমন দুটি প্ল্যান সামনে এসেছে যেখানে শুধুমাত্র ভয়েস কলের সুবিধা দেওয়া হচ্ছিল। এখন কোম্পানি এই বিষয়ে  বিবৃতি জারি করেছে । সম্প্রতি, এয়ারটেলের তালিকায় এমন দুটি রিচার্জ প্ল্যান যুক্ত হয়েছে যে প্ল্যানে গ্রাহকদের কোন ডেটার সুবিধা পাবেন না। অর্থাৎ গ্রাহকদের শুধুমাত্র ভয়েস কলিং সুবিধা দেওয়া হচ্ছিল।

অর্থাৎ, এই প্ল্যানে কোন ইন্টারনেট ডেটা পাবেন না ইউজাররা। আসলে, TRAI সম্প্রতি টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকদের জন্য কেবল ভয়েস প্ল্যান চালু করতে বলেছে। এমন পরিস্থিতিতে এয়ারটেলের এই প্ল্যান নিয়ে শুরু হয়েছে জল্পনা।  গ্রাহকদের ধারণা দীর্ঘ অপেক্ষার পর কোম্পানি  ভয়েস প্ল্যান নিয়ে এসেছে। তবে, এখন এয়ারটেল এই বিষয়ে তাদের আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে ।

জানিয়ে রাখি যে এয়ারটেলের তালিকায় ৫০৯ টাকা এবং ১৯৯৯ টাকার প্ল্যানগুলিকে কেবল ভয়েস প্ল্যান হিসেবে দেখানো হচ্ছিল। এই দুটি প্ল্যানে গ্রাহকদের ডেটা সুবিধা অফার করা  হচ্ছিল না। দুটি প্ল্যানেই দীর্ঘ বৈধতা এবং বিনামূল্যে কলিং অফার করছে সংস্থা । তবে, এখন এয়ারটেল স্পষ্ট করে জানিয়েছে যে তারা কোনও ভয়েস-অনলি প্ল্যান চালু করেনি। ওয়েবসাইটে ত্রুটির কারণে, উভয় পরিকল্পনা থেকে ডেটা অফার দেখা যাচ্ছিল না। 

Advertisment

৫০৯ এর প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ৮৪ দিনের জন্য যেকোনো নম্বরে সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীদের সারা ভারত জুড়ে বিনামূল্যে ন্যাশানাল রোমিং এবং ৯০০টি বিনামূল্যে SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে এয়ারটেল তার গ্রাহকদের ৬ জিবি ডেটা দিচ্ছে। এর পাশাপাশি, কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য অনেক বিনামূল্যের পরিষেবাও অফার করছে।

১,৯৯৯ টাকার প্ল্যান

এই এয়ারটেল প্ল্যানে, ব্যবহারকারীরা ৩৬৫ দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানে, ব্যবহারকারীরা ৩৬৫ দিনের জন্য যেকোনো নম্বরে সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও, ব্যবহারকারীদের ভারত জুড়ে বিনামূল্যে ন্যাশানাল রোমিং এবং ৩৬০০টি বিনামূল্যে SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে এয়ারটেল ২৪ জিবি ডেটা অফার করে। এর পাশাপাশি, কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য অনেক বিনামূল্যের পরিষেবাও অফার করছে।

airtel
Advertisment