এ যেন হাড্ডাহাড্ডি লড়াই। গতকাল ভোডাফোন ঘোষণা করেছে, রিচার্জ প্ল্যানের খরচ এক রেখে বাড়ানো হয়েছে নেটপ্যাক ডেটা। ১০০ এমবি অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকদিন। হুবহু একই রাস্তায় হাঁটলো এয়ারটেল ভারতী। সপ্তাহ শুরুতেই ঘোষণা করলো, ১৯৯ টাকার রিচার্জে তারাও দিতে চলেছে প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা। যার পরিমান এতদিন ছিল ১.৪ জিবি। ইন্টারনেট ব্যবহারের গতি থাকবে 4G/3G।
১৯৯ টাকায় আগে মাসে ৩৯.২ জিবি ডেটা ব্যবহার করা যেত এয়ারটেলে। এখন তা বেড়ে দাঁড়াল ৪২ জিবিতে। যার বৈধতা থাকবে ২৮ দিন। এছাড়া, রোমিংয়ে সীমাহীন লোকাল/এসটিডি কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে।
আরও পড়ুন: রিচার্জ মূল্য একই, বেড়েছে ডেটা প্ল্যান
এক চুল জায়গা ছাড়তে রাজি নয় কোনো টেলিকম সংস্থা। তবে ভোডাফোন কিন্তু এই ১০০ এমবি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিচ্ছে তার ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানেও। এয়ারটেল ভারতী ৩৯৯, ৪৪৮, ও ৫০৯ টাকার রিচার্জে এই সুবিধা এখনও নিয়ে আসে নি।
ভোডাফোনের নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারীদের এখন প্রতিদিন ১.৪ জিবি ডেটা দেওয়া হত ১৯৯/৩৯৯ টাকার প্ল্যানে। সম্প্রতি নতুন পরিকল্পনামাফিক গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ১.৫ জিবি ডেটা। ১৯৯ টাকার মাসিক প্রিপেইড প্যাক যা ২৮ দিনের জন্য বৈধ, ৩৯৯ টাকার প্ল্যান ৭০ দিনের জন্য বৈধ থাকবে। এছাড়া, রোমিংয়ে সীমাহীন লোকাল/এসটিডি কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে।
ইঁদুর দৌড়ে অবশ্য রিলায়েন্স জিও অনেকটাই এগিয়ে। ১৯৮ টাকায় ৫৬ জিবি ডেটা দিয়ে থাকে তারা, যা ব্যবহার করা যায় ২৮ দিন। পাশাপাশি ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের সময়সীমা ৮৪ দিন।
Read the full story in English