/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/reliance-jio-vs-airtel-vs-vodafone-main2.jpg)
প্রিপেড পরিষেবায় কোনটা ব্যবহার করলে আপনি উপকৃত হবেন তা নিয়ে দোটানায় নিশ্চয়ই থাকেন। অফিসে রোজ নিশ্চয়ই কেউ না কেউ বলে থাকেন, কত কম টাকায় তিনি কত বেশি সুবিধা পাচ্ছেন। আবার হয়ত আপনি নিজে সেই রিচার্জটি করে নিজেকে লাভবান মনে করছেন। কিন্তু জানেন কি, রিচার্জ পরিষেবার ইঁদুর দৌড়ে ক্ষণেক্ষণেই বদলাতে থাকে রিচার্জ প্ল্যান?
এয়ারটেল এবং ভোডাফোন এই দুই শীর্ষস্থানীয় টেলিকম জিওর পরিকাঠামোকেই মূলত অনুসরণ করে থাকে। কম টাকায় বেশি পরিষেবা দেওয়ার যুদ্ধে প্রিপেইড ব্যবহারকারীরা সম্প্রতি অনেক সুবিধা পেয়েছেন। পাশাপাশি বেড়েছে ইন্টারনেট ব্যবহার। কারণ টেলিকম অপারেটররা সীমাহীন কল, দ্রুতগতির ডেটা, দীর্ঘমেয়াদী বৈধতা এবং বিনামূল্যে এসএমএস সহ বেশ কয়েকটি সুবিধা দিয়ে থাকে বর্তমানে।
আপনার জন্য রইল এই মুহূর্তে
এয়ারটেল:
১) ৩৯৯ টাকার প্রিপেইড রিচার্জ বৈধতা ৭০ দিন
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/1-1.jpg)
২) ৪১৯ টাকার প্রিপেইড রিচার্জ , সময়সীমা ৭৫ দিন
৩) ৪৪৮ প্রিপেইড রিচার্জ প্ল্যানের বৈধতা ৮২ দিন
রিলায়েন্স জিও
১) ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান, সময়সীমা ৮৪ দিন
২) ৪৪৯ ও ৪৪৮ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা ৯১ দিন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/4-2.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/3-2.jpg)
ভোডাফোন
১) ৩৯৯ টাকার ভোডাফোনের প্রিপেইড প্ল্যানের বৈধতা ৭০ দিন
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/2-2.jpg)
২) ৪৫৮ টাকার প্রিপেইড প্ল্যানের সময়সীমা ৮৪ দিন