নিত্যদিনই প্রত্যেকটা রিচার্জ প্ল্যানকে আপডেট করে চলেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। একাধিক বেনিফিট, সঙ্গে কিছু ফ্রি সাবসক্রিপশন পাওয়া যাচ্ছে সম্প্রতি বাজার চলতি কিছু রিচার্জ প্যাকে। রিলায়েন্স জিও কম খরচে বেশি সুবিধা দেওয়ার প্রবণতা এনে ভোল বদল করেছে টেলিকম পরিষেবার। পরবর্তীকালে সেই পথেই হেঁটেছে এয়ারটেল ভোডাফোন সহ বাকি টেলিকম সংস্থা।
বর্তমানে রিচার্জ প্ল্যানের সঙ্গে জুড়েছে, ভিডিও স্ট্রিমিং অ্যাপ Amazon Prime, Netflix এবং ZEE5। একবার রিচার্জেই অন্যান্য সুবিধার সঙ্গে এই অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। যেখানে Netflix খরচ শুরু মাসে ৬০০ টাকা থেকে এবং বছরে অ্যামাজনের খরচ ৯৯৯ টাকা।
৭৫ জিবি ডেটার সঙ্গে লোকাল, এসটিডি, রোমিং আনলিমিটেড কল বিনামূল্যে পাওয়া যাবে। পাশাপাশি তিন মাসের নেটফ্লিক্স, এক বছরের অ্যামাজন প্লাইম, জি ফাইভ এবং এয়ারটেল টিভি প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন। ১২ মাসের জন্য হ্যান্ডসেট প্রোটেকশন পাবেন এই রিচার্জের সঙ্গে। ৭৪৯ টাকায় একই সুবিধার সঙ্গে পেয়ে যাবেন ১২৫ জিবি ডেটা।
৩৯৯ টাকায় ৪০ জিবি ডেটার সঙ্গে পেয়ে যাবেন বিনামূল্যে লোকাল, এসটিডি, রোমিং আনলিমিটেড কল ব্যবহার করার সুবিধা। এর সঙ্গে পাবেন বিনামূল্যে অ্যামজন প্রাইম ও জি ফাইভের সুবিধা। ৪৯৯ টাকায় এই একই সুবিধার সঙ্গে মিলবে ৭৫ জিবি ডেটা ও ১২ মাসের হ্যান্ডসেট প্রোটেকশন।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
গুরুদক্ষিণা ২ টাকা, আপাতত কলেজ ঘিরেই যত আক্ষেপ পদ্মশ্রী শিক্ষকের
ধোনির 'সতীর্থ' বঙ্গ পেসারে নজর কেকেআরের! নিলামের লড়াইয়ে আরসিবি, কিংসরাও
'হিংসা সমাধান নয়', দিল্লিতে কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ প্রসঙ্গে রাহুল গান্ধী
প্রধানমন্ত্রীর পায়ের তলায় বাংলার মনীষীরা, শুরু রাজনৈতিক চাপানউতোর
'দু-মুখো নই'! কুকুরদের ছবি পোস্ট করে 'ধর্মীয় মেরুকরণের' রাজনীতিকে কটাক্ষ মীরের
উল্টো জাতীয় পতাকা উত্তোলন দিলীপের, পরে ভুল শুধরে বিড়ম্বনা প্রকাশ
দেবলীনার মা কি দুর্গাপুজোয় 'গো-মাংস' রান্নার কথা ভাবেন? বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
সিরাজ-শার্দুল বাদ, ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে খোলনলচে দল নামাচ্ছে টিম ইন্ডিয়া
দিল্লির রাজপথে বাংলার 'সবুজসাথী', উত্তরপ্রদেশের রামমন্দিরের ট্যাবলো