ফেসবুক-সহ সোশাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ সংক্রান্ত যাবতীয় মামলার দায়িত্ব নিল সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন উচ্চ আদালতের থেকে সমস্ত মামলা হস্তান্তর করে নিজস্ব আওতায় নিয়ে এল সর্বোচ্চ আদালত। কিন্তু কোন পথে এই মামলা? সত্যিই কি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটার অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে?
* দেশের বিভিন্ন প্রান্ত থেকে আধার লিঙ্ক সংক্রান্ত একাধিক মামলা হয়েছে দেশের বিভিন্ন উচ্চ আদালতে। কিন্তু ফেসবুক চেয়েছে তার সমস্ত মামলার শুনানি হোক সুপ্রিম কোর্টে। সেইমতো ফেসবুক সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল। ফেসবুকের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট সমস্ত মামলা হস্তান্তের সিদ্ধান্ত নেয়।
* তামিলনাড়ু রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল, যিনি প্রথম সোশ্যাল মিডিয়া প্রোফাইলের সঙ্গে আধার নম্বর বা অন্য কোনও সরকার অনুমোদিত-আইডির সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব রেখেছিলেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা স্থানান্তর করাতেও বিরোধিতা করেছেন।
আরও পড়ুন: New All-in-One packs: খরচ বাড়ল জিও’তে? জেনে নিন ভোডাফোন ও এয়ারটেলের ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান
* সোশাল মিডিয়ার সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার মামলার শুনানি হচ্ছিল মাদ্রাজ হাইকোর্টে। মধ্যপ্রদেশ এবং বাণিজ্য নগরী মুম্বইয়ের শীর্ষ আদালতেও একই মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আগামী জানুয়ারি মাসে কেন্দ্রকে সোশাল মিডিয়া অপব্যবহার সম্পর্কিত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে।