/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/amazon-1.jpg)
বাইক নয়, পরিবেশের কথা ভবে এবার থেকে ইলেকট্রিক রিকশ করে ডেলিভারি করবে অ্যামাজন। সংস্থার সিইও জেফ বেজস একটি ছোট ভিডিও তাঁর টুইটার প্রোফাইলে শেয়ার করে জানিয়েছেন, অ্যামাজন ভারতে লঞ্চ করল ইলেক্ট্রিক ডেলিভারি রিকশ। যা চার্জে চলবে এবং যার কার্বন রেট জিরো।
ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যামাজন প্রতিষ্ঠাতা নিজেই ইলেকট্রিক রিকশ চালিয়ে আসছে। ভিডিওর শেষে সেই গাড়ি গুলিকে নিয়ে অ্যামাজনের লোগো তৈরি করা হয়। এই মূহুর্তে অ্যামাজনই শুধুমাত্র প্ল্যাটফর্ম যারা ইলেকট্রিক গাড়িতে তাদের ডেলিভারি শুরু করল এমনটা নয়, গত বছর থেকে ডেলিভারির জন্য ফ্লিপকার্ট ভারতে নিয়ে এসেছে ইলেকট্রিক গাড়ি। এছাড়া ফ্লিপকার্ট জানিয়েছে, ২০২০ সালের মধ্যেই দিল্লী, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে ৪০ শতাংশ গাড়ি ডেলিভারি করবে ফ্লিপকার্ট।
Hey, India. We’re rolling out our new fleet of electric delivery rickshaws. Fully electric. Zero carbon. #ClimatePledgepic.twitter.com/qFXdZOsY4y
— Jeff Bezos (@JeffBezos) January 20, 2020
২০২৫ সালের মধ্যে প্রায় হাজার দশেক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে অ্যামাজন। তিন থেকে চার চাকার ইলেকট্রিক গাড়ি করেই ভবিষ্যতে ডেলিভারি করা হবে। চলতি বছরের মধ্যেই প্রথমে দেশের কুড়িটি শহরে চালু করা হবে ইলেকট্রিক গাড়ি মারফত ডেলিভারি।
পরিবেশ বদলাতে চেয়েছে অ্যামাজন। তাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যেই প্রায় ১ লাখ ডেলিভারি গাড়ি নিয়ে আসবে এই সংস্থা।