Advertisment

আমাজন গ্রেট ইন্ডিয়া সেলে রেডমি Y2, আইফোনে অভাবনীয় ছাড়

Amazon Great Indian Sale, Best Deals on Smartphone, TV Stick and More: আমাজনের গ্রেট ইন্ডিয়া সেলে মিলছে বিভিন্ন পণ্যে অকল্পনীয় ছাড়। ২৩ জানুয়ারী পর্যন্ত থাকছে এই অফার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Amazon Great Indian Sale 2019

Amazon Great Indian Sale Offers Best Deal on Smartphones, Fire TV Stick: নতুন বছরেই শুরু হয়েছে আমাজন গ্রেট ইন্ডিয়া সেল। আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত থাকবে এই অফার। এই ই-কমার্স ওয়েবসাইট বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিচ্ছে। সেই তালিকায় রয়েথে মোবাইল ও স্মার্টফোনও। স্মার্টফোনে রেডমি Y2, স্যামসাং গ্যালাক্সি নোট এইট, ওয়ান প্লাস 6T, রেডমি 6A এবং আরও অন্যান্য মোবাইল। একবার চোক বুলিয়ে নিন সেই তালিকায়।

Advertisment

Redmi Y2, Redmi 6A, Redmi Note 5 Pro discounts:

রেডমি Y2 পাওয়া যাচ্ছে ৭,৯৯৯ টাকায়। যারা সেলফি তুলে ভালবাসেন তাদের জন্য উপযুক্ত এই ফোন। পকেটের রেস্তর মধ্যেই মিলবে ৯,৯৯৯ টাকারএই ফোন, যার রয়েছে 3GB RAM and 64GB ভার্সন। রয়েছে ১২ এবং ৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। 64GB ভার্সন ও 4GB RAM ১২,৯৯৯ টাকার ফোনটা পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়।

রেডমি 6Aর 16GB র ভার্সন পাওয়া যাচ্ছে ৫,৯৯৮ টাকায়। রেডমি নোট ফাইভ প্রো সেলে মিলছে ১২,৯৯৯ টাকায়। রেডমি নোট সিক্স প্রোয়ের মতো ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ছাড়া আর সব একই রয়েছে।

Apple iPhone X, iPhone 6, iPhone 6S:

সেলে আইফোন এক্স পাওয়া যাচ্ছে ৭৪,৯৯৯ টাকায়। যদিও এটা বেশ দামি, কিন্তু ফোনের ফিচার এবং দারুন ডুয়ার ক্যামেরার ও সর্বপোরি iOS 12 এর কারণে বাকিটা সয়ে নেওয়া যায় বই কি! আইফোন বাকি সিরিজ যেমন আইফোন সিক্সের ৩২ জিবি পাওয়া যাচ্ছে ২০,৯৯৯ টাকায়। ৬ এসের দাম সেখানে ২৭,৯৯৯ টাকা।

সেলে আইফোন সেভেন ৩৭,৯৯৯ টাকা, আইফোন এক্সআর ৭৪,৯০০। আসল দাম থেকে প্রায় ২০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে ফোনগুলো।

publive-image আমাজন গ্রেট ইন্ডিয়া সেলে আইফোন এক্স পাওয়া যাচ্ছে ৭৪,৯৯৯ টাকায়।

Samsung Galaxy Note8, Galaxy S9 discount:

স্যামসাং গ্যালাক্সি নোট এইট পড়বে ৩৯,৯৯০ টাকা। দু বছরের পুরোনো এই ফোন কিন্তু এখনও ভীষণ ভাল। SAMOLED ডিসপ্লে, এসপেন ফিচার ও ভাল ডবল-রেয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। আমাজনের তালিকায় রয়েছে রয়েছে এই ফোনের 6GB RAM and 64GBর ভার্সনটা। এদিকে গ্যালাক্সি এস নাইন পাওয়া যাচ্ছে ৪৮, ৯০০ টাকায়।

publive-image এক্সচেঞ্জ অফারে রয়েছে ওয়ান প্লাস 6T।

OnePlus 6T:

ওয়ান প্লাস 6T তেও রয়েছে ছাড়। তবে আরও একটা অফার রয়েছে , কোনও ওয়ান প্লাস বদলালে পাওয়া যাবে অতিরিক্ত ২০০০ টাকার ছাড়। এছাড়াও ছয় মাসের ইএমআইয়ের সুযোগ রয়েছে OnePlus 6Tতে। ফোনের মূল্য শুরু ৩৭,৯৯৯ টাকায় (6GB RAM and 128GB) ও 8GB RAM এবং 128GBর ভার্সন পাওয়া যাচ্ছে ৪১, ৯৯৯ টাকায়।

Realme U1:

Realme U1 সেলফি ফোকাস এই স্মার্টফোন পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়। এছাড়াও the 4GB RAM + 64GB স্টোরেজের ভার্সন রয়েছে ১৩,৪৯৯ টাকায়।

Huawei P20 discounts:

Huawei P20 র চার জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ফোনের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। এই ফোনের ২৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ১৬+২ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। তিনটে ক্যামেরার P20 প্রো পাওয়া যাচ্ছে ৫৯, ৯৯৯ টাকায়। প্রায় ৪ হাজার টাকা কমে।
এছাড়াও ফোন বদল করলে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেবে আমাজন। ওয়েবসাইট অনুযায়ী যদি ১০,০০০ টাকার ফোন বদল করা হয় তাহলে ৫০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Vivo V9 Pro discounts:

ভিভোর ফোনেও ছাড় দিচ্ছে আমাজন। ১৯,৯৯০ টাকার ভিভো ভিনাইন প্রো পাওয়া যাচ্ছে ১৫, ৯৯০ টাকায়। 6.3 ইঞ্চির ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসারের এই ফোনে রয়েছে 13MP+2MP রেয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা।

Read the full story in English 

amazon
Advertisment