Advertisment

Amazon Great Republic Day Sale: বছরের সব চেয়ে বড় সেল, মাত্র ২০ হাজারেই পান Honor থেকে Oneplus

Amazon Great Republic Day Sale: নতুন বছরের সবচেয়ে বড় সেল নিয়ে এবার হাজির Amazon ! প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অ্যামাজন 'গ্রেট রিপাবলিক ডে সেল' শুরু করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Amazon Great Republic Day Sale

নতুন বছরের সবচেয়ে বড় সেল নিয়ে এবার হাজির Amazon ! Photograph: (ফাইল ছবি)

Amazon Great Republic Day Sale: নতুন বছরের সবচেয়ে বড় সেল নিয়ে এবার হাজির Amazon ! প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অ্যামাজন 'গ্রেট রিপাবলিক ডে সেল' শুরু করেছে। ই-কমার্স সাইটে সেল উপলক্ষ্যে আপনি নামমাত্র দামে পেয়ে যাবে দুর্দান্ত ফিচারের সেরা স্মার্টফোন। পাশাপাশি আপনি পাবেন ব্যাংক অফারের সুবিধাও। গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধাও পেয়ে যাবেন এই সেলে। এই সময় আপনি মাত্র ২০ হাজার টাকা বাজেটেই কিনতে পারেন  সেরা ৫জি স্মার্টফোন। দেখে নেওয়া যাক তালিকা। 

Advertisment

Amazon Great Republic Day Sale: 

Lava Agni 3 5G

Lava Agni 3 5G এর 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি সেল চলাকালীন আপনি পেয়ে যাবেন মাত্র 20,999 টাকায়। ব্যাংক অফারের কথা বলতে গেলে, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি পাবেন ১০% তাৎক্ষণিক ছাড়। Lava Agni 3 5G মডেলে রয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে। যার রেজোলিউশন 1200x2652 পিক্সেল। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300এক্স প্রসেসর রয়েছে।

Advertisment

Realme 13+ 5G

Realme 13+ 5G এর 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,498 টাকা। ব্যাংক অফারের কথা বলতে গেলে, সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2500 টাকার তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে, যার পরে আপনি এই স্মার্টফোনটি  18,998 টাকায় কিনতে পারবেন । Realme 13+ 5G-তে 6.67-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080x2400 পিক্সেল। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর রয়েছে।

iQOO Z9s 5G

iQOO Z9s 5G এর 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,998 টাকা। সেল চলাকালীন কুপন অফার থেকে আপনি 500 টাকা সাশ্রয় করতে পারেন। ব্যাংক অফারের কথা বলতে গেলে, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% তাৎক্ষণিক ছাড় (1000 টাকা পর্যন্ত) পাওয়া যাবে, যার পরে আপনি এই ফোনটি মাত্র 18,498 টাকায় কিনতে পারবেন ।

OnePlus Nord CE4 Lite 5G 

OnePlus Nord CE4 Lite 5G এর 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,998 টাকা। ব্যাংক অফারের কথা বলতে গেলে, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1250 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে, যার পরে 16,748  টাকায় এই মডেলটি কিনতে পারবেন। OnePlus Nord CE4 Lite 5G-তে 6.67-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080x2400 পিক্সেল। এতে 5500 mAh ব্যাটারি রয়েছে।

Honor 200 5G

Honor 200 5G 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,998 টাকা। Amazon সেলে কুপন অফার থেকে আপনি 2000 টাকা ছাড় পেতে পারেন। ব্যাংক অফারে, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1250 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে, যার পরে আপনি Honor 200 5G মডেলটি মাত্র 20,748টাকার আকর্ষণীয় দামে কিনতে পারবেন। 

Amazon sell
Advertisment