/indian-express-bangla/media/media_files/2024/11/27/ZjZ4vXA4Tgf61Gn5IVxZ.jpg)
Blinkit, Zepto-কে সরাসরি চ্যালেঞ্জ, ১০ মিনিটেই পৌঁছে যাবে অর্ডার, Amazon-এর দুরন্ত উদ্যোগ
Amazon New Quick Commerce Service: ব্লিঙ্কিট-জেপ্টোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন! ১০ মিনিটেই পাবেন অর্ডার করা পণ্য। কবে থেকে চালু হবে পরিষেবা? Amazon শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন উদ্যোগ চালু করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে কোম্পানি শীঘ্রই ভারতে ফাস্ট ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে।
ভারতের শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট Amazon শীঘ্রই Blinkit এবং Zepto-এর মতো প্ল্যাটফর্মের সাথে প্রতিদ্বন্দ্বিতার আসরে নামতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন শীঘ্রই ভারতীয় বাজারে ফাস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছে। Amazon-এর এই পরিষেবার অধীনে, Blinkit এবং Zepto-এর মত মাত্র ১০ মিনিটের মধ্যে অর্ডার করা প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাজন শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন এই পরিষেবা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে কোম্পানি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে দেয়নি। এই পরিষেবাটি ডিসেম্বরে ২০২৫ সালের প্রথম দিকে চালু হতে পারে। বর্তমানে গ্রাহকরা অ্যামাজন ফ্রেশ থেকে পণ্য অর্ডার করেন, যেগুলি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ডেলিভারি করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে অ্যামাজনের কুইক কমার্স ডেলিভারি পরিষেবা দ্রুত অর্ডার করা সামগ্রী গ্রাহকদের ডেলিভারি করবে। Amazon-এর এই পরিষেবাটি Blinkit, Swiggy Instamart এবং Zepto-কে চ্যালেঞ্জ ছুঁড়তে চলছে। অ্যামাজন নতুন পরিষেবা চালু করার পরে, নতুন কর্মীও নিয়োগ করতে পারে। তবে কোম্পানির তরফে আনুষ্ঠানিক তথ্য এখনো সামনে আসেনি।