Advertisment

Amazon Prime Day Sale 2018: ৩৬ ঘণ্টার সেলে মোবাইল ফোনে ব্যাপক ছাড়

Amazon.in Prime Day Sale India 2018: শুধু সেলের অফুরন্ত ছাড় নয়, সঙ্গে HDFC ক্রেডিট কার্ড /ডেবিট কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Amazon.in Prime Day Sale 2018:

এই বেনিফিট শুধু প্রাইম সদস্যদের প্রাপ্য।

Amazon.in Prime Day Sale 2018: সেল! সেল! সেল!, ৩৬ ঘন্টার সেল। তবে এ শুধু প্রাইম সদস্যদের জন্য । দুঃখ পাবেন না, এখন মাসে প্রাইম সদস্য হওয়ার খরচ মাত্র ১২৯ টাকা, তাই সেল হাতছাড়া করতে না চাইলে আপনিও হয়ে যান প্রাইম মেম্বার। শুধু সেলের অফুরন্ত ছাড় নয়, সঙ্গে HDFC ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ সেল। ৪০ শতাংশ অবধি ছাড় থাকবে মোবাইল ও আনুষঙ্গিক জিনিসের ওপর।

Advertisment

Samsung Galaxy Note 8 এর দাম  ৫৫,৯৯০ টাকা, সেলে সেটি পাওয়া যাবে ৪১,৯৯০ টাকায়। এরপর HDFC  কাস্টমারদের জন্য ৪,০০০ টাকার ক্যাশব্যাক অফার। এই সেলে আপনি পেয়ে যাবেন বহু আলোচিত OnePlus 6 ও। ৬ ও ৮ জিবি র‌্যামের ওপর প্রায় ৯,৬৩৩ টাকা ছাড় দিচ্ছে অ্যামাজন।

সেলের তালিকায় রয়েছে Vivo V9, Moto G6। Vivo V9  অ্যাপেল টেনের নচ ডিজাইন আমাজনে ২০, ৯৯০ টাকায় সাধরাণভাবে পাওয়া যায়। সেলের সময়ে এক্সচেঞ্জ অফারে এ ফোন এমনকি ১১,৬৩৩ টাকাতেও পেয়ে যেতে পারেন। Moto G6  লঞ্চের পর ভারতে দাম ১৫,৯৯৯ টাকা। সেলের অফারের সঙ্গে মোটো এই ফোনের এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে ১২,০০০ টাকায়।

amazon prime amazon
Advertisment