Advertisment

Amazon prime day sale 2024 : সেরা ডিজাইনের সঙ্গে পান দুর্দান্ত ফিচার্স, অবিশ্বাস্য কম দামে 5G স্মার্টফোন কেনার বিরাট সুযোগ

মাত্র ১০ হাজারে সেরা 5G স্মার্টফোন কেনার এ এক দারুণ সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Amazon Prime Sale,iQOO,poco,Redmi, prime day sale 2024, amazon prime day sale, Amazon Sale 2024, Amazon Prime Sale 2024, Amazon Prime Sale, Amazon Sale, Amazon Sale Today, Amazon Best Offers, Amazon Smartphone deal, buy smartphones under Rs 10000, smartphones under Rs 10000, Realme smartphones at discount, Redmi smartphones at discount, Samsung Smartphones at discount,

মাত্র ১০ হাজারে সেরা 5G স্মার্টফোন কেনার এ এক দারুণ সুযোগ

Amazon prime day sale 2024 : প্রাইম ব্যবহারকারীদের জন্য অ্যামাজন প্রাইম ডে সেল ইতিমধ্যেই লাইভ হয়েছে। দু দিনের বাম্পার সেলে, ইলেকট্রনিক ডিভাইসের উপর থাকবে সেরা ডিসকাউন্ট এবং অফার। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু স্মার্টফোনের কথা বলতে যাচ্ছি, যেগুলো আপনি পেতে পারেন মাত্র 10,000 টাকার কম দামে।

Advertisment

POCO M6 Pro 5G
POCO-এর এই স্মার্টফোনটিতে 50MP + 2MP এর ডুয়াল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও সেলফি প্রেমীদের জন্য এটিতে একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে Snapdragon 4 Gen 2 প্রসেসর। ব্যাটারির কথা বললে, এতে 5000mAh ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। ফোনের ডিসপ্লে শক্তিশালী রাখতে এতে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রাইম ডে সেলে আপনি এই ফোনটি পাবেন মাত্র 9 হাজার 998 টাকায়।

Redmi 13C 5G
Redmi-এর এই 5G ফোনটি MediaTek Dimension 6100+ চিপসেট দিয়ে সজ্জিত। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে 50MP প্রাথমিক সেন্সর সহ AI ক্যামেরা দেওয়া হয়েছে এবং এতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এটি 18W দ্রুত চার্জিং সহ 5000mAh ব্যাটারি লাইফ পাচ্ছে। প্রাইম ডে সেলে এই ফোনে 1000 টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে। কুপন ব্যবহার করে আপনি এই স্মার্টফোনটি মাত্র 9,499 টাকায় কিনতে পারবেন।

আরও পড়ুন - < BSNL MNP: ‘ঘর ওয়াপসি’-তে ‘লক্ষ্মীলাভ’! BSNL-এ ফিরল ২৫ লক্ষ গ্রাহক, নেটওয়ার্ক নিয়ে রইল বিরাট আপডেট >

iQOO Z9 Lite
iQOO সম্প্রতি এই ফোনটি চালু করেছে। এর পরেই এটি অ্যামাজন প্রাইম ডে সেল-এ লঞ্চ করা হয়েছে। Z9 Lite-এ MediaTek Dimension 6300 আছে। ফোনের পিছনে একটি 50MP+2MP ক্যামেরা দেওয়া হয়েছে। যারা সেলফি তুলছেন তাদের জন্য এতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি লাইফ 5000mAh। Amazon সেলে আপনি এই ফোনটি পাবেন মাত্র 9,999 টাকায়।

Nokia G42 5G
এই সেলে Nokia-এর সাশ্রয়ী মূল্যের 5G ফোন কেনারও সুযোগ রয়েছে৷ এই ফোনে একটি অক্টা কোর স্ন্যাপড্রাগন 480 প্লাস 5G প্রসেসর রয়েছে। ক্যামেরা সম্পর্কে কথা বললে, এতে একটি 50MP প্রাথমিক ক্যামেরা, 2MP গভীরতা সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া এর সামনে একটি 8MP ক্যামেরা রয়েছে। এতে রয়েছে 5000mAh ব্যাটারি। আপনি এই ফোনটি Amazon সেলে পাবেন মাত্র 9,499 টাকায়।

smartphone amazon offer amazon prime
Advertisment