Advertisment

Amazon Prime membership: ১২৯ টাকাতেই মিলছে অ্যামাজন প্রাইম

Amazon Prime membership: একবারে হাজার টাকা খরচ করতে গায়ে লাগছে? তাহলে মাসে ১২৯ টাকা খরচ করেই হয়ে যান আমাজন প্রাইমের সদস্য।

author-image
IE Bangla Web Desk
New Update
amazon-prime-759

প্রথম ২ দিন ফ্রি ডেলিভারি পাবেন আপনি।

এককালীন ৯৯৯ টাকা খরচ করতে যাঁদের গায়ে লাগে, তাঁদের জন্য এবার ১২৯ টাকা মাসে। এই খরচেই হয়ে যান অ্যামাজন প্রাইমের মেম্বার। তবে মাসে ১২৯ টাকা  খরচ করলে আপনার বার্ষিক খরচ হবে ১,৫৪৮ টাকা, যা বার্ষিক ৯৯৯ টাকার থেকে দেড় গুণ বেশি।

Advertisment

আরও পড়ুন : FIFA World Cup 2018: সব প্রশ্নের উত্তর জানে Amazon Alexa স্পিকার

কী ভাবে আপনি হয়ে উঠবে Amazon Prime member ?

১) অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট Amazon.in:AmazonPrime থেকেই সদস্য হওয়াযাবে।

২) join prime memeber ক্লিক করুন।

৩)  আপনার মেল আইডি বা ফোন নম্বর নথিভুক্ত করুন।

৪) এখানেই মিলবে বার্ষিক ও মাসিক দুটি প্যাকেরই অপশন। সেখান থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের প্যাক।

৫) অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

Amazon Prime সদস্য হলে যে যে সুবিধা আপনি পাবেন-

১) অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যে কোনও পণ্যে প্রথম ২ দিন ফ্রি ডেলিভারির সুযোগ পাওয়া যাবে।

২) অ্যামাজনের যে সিনেমা ও গানের লাইব্রেরি এবং ওয়েব সিরিজ আছে, তা বিনামূল্যে ব্যবহার করা যাবে।

৩) প্রাইম সদস্য হলে, ২৪ ঘণ্টার মধ্যে অ্যামাজন প্রাইম থেকে কেনা জিনিস ডেলিভারি হয়ে যাবে আপনার বাড়িতে।

৪) প্রত্যেক জিনিসের ওপর পাবেন অতিরিক্ত অফার, যা কেবলমাত্র সদস্যদেরই জন্য।

amazon prime amazon
Advertisment