Advertisment

Amazon Prime Now delivers in 2 hours: ২ ঘণ্টায় ডেলিভারি দেবে অ্যামাজন

Amazon Prime Now delivers in 2 hours: অর্ডার দেওয়ার দু ঘণ্টার মধ্যেই আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দসই আমাজন প্রোডাক্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
amazon-prime-759

প্রথম ২ দিন ফ্রি ডেলিভারি পাবেন আপনি।

এখন শপিং ডেস্টিনেশন মানেই অ্যামাজন। তবে এবার নয়া পদক্ষেপে আরও আকর্ষণীয় হয়ে উঠবে অ্যামাজন। এবার থেকে অ্যামাজনে অর্ডার দিলেই ঘণ্টা দুয়েকের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে আপনার জিনিস। আপাতত এই সুবিধা পাবেন মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদবাসীরা। সঙ্গে লাইফ টাইম ১৫ শতাংশ ছাড়। তবে, অর্ডার দেওয়া চাই অ্যামাজনের অ্যাপ থেকে।

Advertisment

চটজলদি পছন্দের জিনিস পেতে আপনাকে অর্ডার দিতে হবে সকাল ৬ টা থেকে রাত ১২টার মধ্যে। এখন অ্যান্ড্রয়েড এবং iOS অ্যামাজন অ্যাপে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় ১০,০০০ এর বেশি প্রোডাক্ট। একইসঙ্গে থাকছে ক্যাশব্যাকেরও সুযোগ। তবে এই দ্রুত ডেলিভারি এখন সীমিত রাখা হচ্ছে Fire TV Stick, Kindle এবং Echo smart speakers, এই প্রোডাক্টগুলির মধ্যে।

অ্যামাজন ডিভাইসের পক্ষে জয়শ্রী গুরুরাজ জানিয়েছেন "প্রাইম নিয়ে আসছে দ্রুত ডেলিভারি ব্যবস্থা। আপনার পছন্দের শো শুরু হওয়ার আগেই পৌছে যাবে Fire TV Stick, রাতে ফ্লাইটে ওঠার আগেই আপানার হাতে চলে আসবে সাধের কিন্ডেল।"

Also read: Amazon Prime membership now available at Rs 129 per month

যারা অ্যামাজনের প্রাইম ইউজার, তাদের শুরুতেই সিলেক্ট করে নিতে হবে Prime Now services, সঙ্গে নথিভুক্ত করতে হবে পিন কোড। তারপরই বেছে নিতে পারবেন আপনার প্রয়োজনীর জিনিস।সঙ্গে সঙ্গে অ্যামাজন দেখে নেবে ওই এলাকায় অ্যামাজনের ভাণ্ডারে আপনার পছন্দসই জিনিসটি মজুত রয়েছে কিনা। যদি থাকে, তাহলে আপনি আপনার জিনিস পেয়ে যাবেন ২ ঘণ্টার মধ্যেই। নইলে তখনই ক্যানসেল হয়ে যাবে আপনার অর্ডার।

amazon prime amazon
Advertisment