কুইজে অংশগ্রহণ করতে ভালোবাসেন ? তাহলে এবার নাম লেখান অ্যামাজনে। অবাক হবেন না, এই ই-কমার্স সাইট সম্প্রতি আপনার জ্ঞানের ভান্ডার যাচাই করার জন্য রোজকার কুইজ ফিচার নিয়ে এসেছে। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা অবধি অংশগ্রহণ করতে পারবেন কুইজ প্রতিযোগীতায়। যারা অ্যামাজনের অ্যাপ ব্যবহার করেন তাঁরাই এই সুযোগ পাবেন। ডেক্সটপে অ্যামাজন ইন্ডিয়ার এই ফিচার এখনও আসেনি।
অ্যামাজন প্রতিদিন এই কুইজে ভিন্ন ভিন্ন পুরস্কার দিয়ে থাকে জয়ী প্রার্থীদের। যার মধ্যে থাকবে অ্যাপল আইফোন এক্স, অ্যাপল ওয়াচ, স্যামসাং গ্যালাক্সি নোট নাইন থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তি পণ্য। কখনও কখনও নগদ টাকাও দেওয়া হবে পুরস্কার হিসেবে।
কীভাবে অংশগ্রহণ করবেন?
ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে, অ্যামাজন কুইজ শুধুমাত্র অ্যাপের জন্য, ডেস্কটপ সাইটের জন্য নয় তাই আপনাকে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যামাজন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ব্যবহারকারীদের অংশগ্রহণের জন্য অ্যাপ্লিকেশনটিতে তাদের অ্যামাজন অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এই কুইজ অংশগ্রহণের জন্য প্রাইম মেম্বার হওয়ার প্রয়োজন নেই।
উল্লেখ্য, ব্যবহারকারীদের ভারতীয় হতে হবে এবং অ্যাকাউন্টি বানানোর জন্য বিলিংয়ে যে ঠিকানা থাকে তা নথিভূক্ত করতে হবে আপনাকে। তবে এই খেলায় বয়সের নিয়ম রেখেছে অ্যামাজন। ১৮ বছরের উর্ধে হলেই কুইজে অংশগ্রহণ করতে পারবেন।
অ্যামাজন ডেইলি অ্যাপ কুইজের সময় সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত , আপনাকে যথা সময়ে কুইজ অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করতে হবে। ব্যবহারকারীদের মোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
আপনি যদি জিতে যান, তবে অ্যামাজন ২০১৯ জানুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি অবধি বিজয়ীর বিজ্ঞাপি প্রকাশ্যে রাখবে। কুইজ পেজে আগের মাস থেকে সমস্ত বিজয়ীদের তালিকা রয়েছে।
ব্যবহারকারীদের সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিযোগিতায় মোট ১০ জন করে পুরস্কৃত করা হয়, বিজয়ীদের এসএমএস বা ইমেইল দ্বারা জানিয়ে দেওয়া হবে।
Read thee full story in English