/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/amitabhbachchan.jpg)
অমিতাভ বচ্চন।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। আপনি রাস্তায় হারিয়ে গেলে, আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অন করার পর আপনাকে পথ দেখাবে অমিতাভ বচ্চন। অথবা ঠিক কোন দিকে বাঁক নিলে রাস্তার জ্যাম এড়িয়ে যাওয়া যাবে সেই বার্তাও দেবেন তিনি। যাত্রাপথে আপনার সঙ্গী হতে চলেছে শাহেনশাহ মৃদু গম্ভীর বহু পরিচিত গলার স্বর।
গুগল ম্যাপস সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে গোটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। মেগাস্টারের কন্ঠস্বরকে ব্যবহার করতে চলেছে গুগল। এই পরিকল্পনার আভাস গত বছরই গুগল অ্যাসিস্ট্যান্ট এক নয়া ফিচারের সঙ্গে প্রকাশ করেছিল সংস্থা। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। সম্প্রতি মার্কিন শিল্পী ক্যারেন জেকবসনের আওয়াজ ব্যবহার করছে গুগল ম্যাপ। মিডডের রিপোর্ট অনুযায়ী বাড়ি থেকেই তার কন্ঠস্বর রেকর্ড করে গুগল ম্যাপসের হাতে তুলে দিতে পারেন বচ্চন।
গুগল তার প্রতিবেদনে জানিয়েছে, গুগল ম্যাপস ভয়েস ফিচারের জন্য প্রথম পছন্দ হিসেবে অমিতাভ বচ্চনকে বেছে নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। এতে আরও বলা হয়েছে যে, বিগ-বিকে এই কাজের জন্য একটা মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়েছে। তিনি যদি প্রস্তাবটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন, তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তিনি বাড়ি থেকেই তাঁর ভয়েস রেকর্ড করতে পারবেন।
প্রসঙ্গত, গুগল ইতিমধ্যে একটি বলিউড অভিনেতা, আমির খানের কন্ঠস্বর নিয়ে কাজ করেছে। যশরাজ ফিল্মসের সিনেমা থাগস অফ হিন্দুস্তানের প্রচারের জন্য গুগল ব্যবহার করেছিল, কিছু দিন পর সেটি সরিয়ে নেওয়া হয়।
Read the full story inEnglish