Ampere Reo 80: An Affordable, Licence-Free E-Scooter for Everyday Commuters: বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনকে দিন বাড়ছে। কারণ, এর দাম যেমন কম। তেমনই দীর্ঘপথ এই স্কুটারের সাহায্যে অনায়াসে যাতায়াত করা যায়। সবচেয়ে বড় কথা, এর জন্য কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন দরকার হয়। আর, এসব কথা মাথায় রেখেই বিভিন্ন সংস্থা দুর্দান্ত সুবিধা-সহ নতুন ধরনের ই-স্কুটার বাজারে আনছে।
তালিকায় নতুন নাম
সেই তালিকায় যুক্ত হল- Ampere Reo 80। তারা এখন অফিশিয়ালি ভারতের বাজারে লঞ্চ হয়েছে মাত্র ₹৫৯,৯০০ টাকায় (এক্স-শোরুম)। এটি একটি লো-স্পিড ইলেকট্রিক স্কুটার, যার জন্য রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নেই। তাই যাঁরা প্রথমবার ই-স্কুটার ব্যবহার করতে চান বা লাইসেন্স ছাড়াই ছোটখাটো দৈনন্দিন চলাফেরার জন্য একটি সহজলভ্য যান খুঁজছেন, তাঁদের জন্য এটি আদর্শ।
আরও পড়ুন- আধার সঙ্গে নিয়ে ঘোরার দিন শেষ, জালিয়াতি রোধে বিরাট পদক্ষেপ মোদী সরকারের
এই স্কুটারটি লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি-চালিত এবং একবার চার্জে প্রায় ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘণ্টা, ফলে ট্রাফিক রেজুলেশনের আওতায় এটি রেজিস্ট্রেশন ছাড়াই চলে।
আরও পড়ুন- গরমে নতুন এসি কিনেছেন? ইনস্টল করার পরও মনের মত কুলিং পাচ্ছেন না? এটা কারণ নয়তো?
Reo 80-তে রয়েছে কালার LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কি-লেস স্টার্ট, এবং অ্যালয় হুইল। নিরাপত্তার দিক থেকেও Ampere ছাড় দেয়নি—এতে ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে, যা লো-স্পিড মডেলের মধ্যে তুলনামূলকভাবে বিরল। স্কুটারটি পাওয়া যাবে চারটি রঙে— কালো, লাল, নীল এবং সাদা, তা-ও আবার ডুয়াল-টোন ফিনিশে।
আরও পড়ুন- মোবাইলের পর গরমে ঝড় তুলবে Xiaomi, নয়া এসিতে পান সিমলার শীতলতা
Ampere-এর CEO কেএস বিজয়কুমার বলেন, 'Reo 80 লঞ্চের মাধ্যমে আমরা ইলেকট্রিক মোবিলিটিকে আরও অ্যাক্সেসিবল করে তুলতে চাই। প্রতিটি ভারতীয় যাতে সহজে, সুরক্ষিত ও স্মার্ট পরিবহণের সুবিধা পান, সেটাই আমাদের লক্ষ্য।' Ampere বর্তমানে Nexus, Magnus, Primus ও Zeal-এর মতো আরও ই-স্কুটারও বিক্রি করছে।