Advertisment

iphone 15: অবিশ্বাস্য ছাড়, ১৩ হাজার টাকা কমে পেয়ে যান iphone 15 , ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বিরাট অফার

Flipkart গ্রাহকদের জন্য নিয়ে এসেছে iPhone 15 কেনার দারুণ সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
smartphone,discount,iphone,processor,market,demand,battery,offers,sensor,flipkart,china,manufacturing,sale,features,prices"

Flipkart গ্রাহকদের জন্য নিয়ে এসেছে iPhone 15 কেনার দারুণ সুযোগ।

ই-কমার্স কোম্পানি Flipkart ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মোবাইল বোনানজা অফার চলাকালীন iPhone 15-এর উপর দিচ্ছে বিরাট ছাড়।

Advertisment

iPhone 15-এর 128 জিবি ভেরিয়েন্ট 79,900 টাকায়, 256 জিবি ভেরিয়েন্ট 89,900 টাকায় এবং 512 জিবি ভেরিয়েন্টটি 1,09,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। অফারের অধীনে iPhone 15-এর 128 জিবি ভেরিয়েন্টটিতে রয়েছে 12,901 টাকার ডিসকাউন্ট। ছাড়ের পর iPhone 15 128 জিবি ভেরিয়েন্টটি আপনি কিনতে পারেন মাত্র 66,999 টাকায়। Flipkart গ্রাহকদের জন্য নিয়ে এসেছে iPhone 15 কেনার দারুণ সুযোগ।

পাশাপাশি HDFC ব্যাঙ্কের গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহারে এই iPhone 15 কিনলে পাবেন 2,000 টাকার ইনস্ট্যান্ট ছাড়। ছাড়ের পর iPhone 15- মাত্র 64,999 টাকায় কিনতে পারেন গ্রাহকরা। এছাড়াও সিটি ব্যাঙ্ক, এইচএসবিসি, ডিবিএস এবং ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা iPhone 15 ক্রয়ের উপর পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়। এর পাশাপাশি Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে দিচ্ছে 3,300 টাকার ক্যাশব্যাক।

এই স্মার্টফোনটি নীল, গোলাপী, সবুজ, হলুদ এবং কালো রঙে পাওয়া যাচ্ছে। iPhone 15 মডেলে রয়েছে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা 2,000 নিট পর্যন্ত। এতে ডায়নামিক আইল্যান্ড ফিচারও দেওয়া হয়েছে। iPhone 15 এর ডুয়াল রিয়ার ক্যামেরায় একটি 48-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স সহ একটি 12-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এর সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 12-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

উল্লেখ্য গত কয়েক বছরে দেশে আইফোনের বিক্রি দ্রুত বেড়েছে। Apple এর iPhone 15 সিরিজ গত বছরের সেপ্টেম্বরে দেশে লঞ্চ হয়েছিল। এই সিরিজের অধীনে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল সামনে আনা হয়।

iphone flipkart
Advertisment