/indian-express-bangla/media/media_files/2025/08/18/iphone-17-2025-08-18-12-34-56.jpg)
iPhone 17 সিরিজ লঞ্চ কবে?
Apple Event: আর মাত্র কয়েকদিন বাকি, আগামী মাসেই সব চেয়ে বড় ইভেন্ট, iPhone 17 সিরিজ সহ এই প্রোডাক্টগুলি বিরাট চমক দেবে।
সেপ্টেম্বর মাস অ্যাপল প্রেমিদের জন্য খুবই স্পেশ্যাল হতে চলেছে। মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবার নিয়ে আসছে একগুচ্ছ নতুন প্রোডাক্ট। জানা গিয়েছে, আগামি মাসে বাজারে আসতে চলেছে iPhone 17 সিরিজ, সঙ্গে থাকবে নতুন Apple Watch এবং AirPods। ইতিমধ্যেই এই গ্যাজেটগুলির ডিজাইন, স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য নিয়ে নানা রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন- দারুণ অফার! ৫০,০০০ টাকার বিশাল ছাড়, হাতের নাগালে এবার A ক্লাস ফোন
আইফোন ১৭
আইফোন ১৭ সিরিজে আসতে চলেছে বড়সড় ডিজাইন আপডেট। ধারণা করা হচ্ছে, এবার বেস মডেলেও প্রো মডেলের মতো ডিজাইন দেওয়া হবে। এই মডেলে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। সব মডেলেই ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
আইফোন ১৭ প্রো
প্রো মডেলে আসতে চলেছে মডিউলার বার-স্টাইল ক্যামেরা সেটআপ। অ্যাপলের লোগোও কিছুটা নতুনভাবে মাঝামাঝি অবস্থানে রাখা হতে পারে। অ্যালুমিনিয়াম বডির কারণে ফোন হবে হালকা, তবে বড় ব্যাটারির জন্য iPhone 17 Pro Max কিছুটা বেশি পুরু হতে পারে।
আইফোন ১৭ এয়ার
অ্যাপল আনতে চলেছে তাদের সবচেয়ে পাতলা স্মার্টফোন—iPhone 17 Air। এর পুরুত্ব মাত্র ৫.৫ মিমি হতে পারে এবং এতে একটি মাত্র সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে।
অ্যাপল ওয়াচ
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩ এবং সিরিজ ১১-এ যুক্ত হতে পারে রক্তচাপ পর্যবেক্ষণ, ৫জি সাপোর্ট, স্যাটেলাইট কানেক্টিভিটি এবং আরও বড় ডিসপ্লে। একইসঙ্গে আসতে পারে ওয়াচ এসই ৩, যেখানে থাকবে প্লাস্টিক ভেরিয়েন্ট এবং বড় স্ক্রিন।
এয়ারপডস
একই সঙ্গে লঞ্চ হবে পরবর্তী প্রজন্মের AirPods Pro। যাতে থাকবে আরও মসৃণ ডিজাইন, টাচ কন্ট্রোল, পাতলা চার্জিং কেস এবং শক্তিশালী H3 চিপ, যা, Noise cancellation ও অডিও কোয়ালিটি আরও উন্নত করবে।