/indian-express-bangla/media/media_files/2025/09/10/images-3-2025-09-10-00-22-28.jpeg)
লঞ্চ হল আইফোন ১৭ সিরিজ
অবশেষে লঞ্চ হল বহুল প্রতীক্ষিত iPhone 17। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত অ্যাপল পার্কে আয়োজিত ‘Awe Dropping’ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনের মডেলগুলি।
শুধু স্ট্যান্ডার্ড iPhone 17-ই নয়, আরও তিনটি মডেল বাজারে এনেছে টেক জায়ান্ট অ্যাপল— iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।
অ্যাপলের বার্ষিক সেপ্টেম্বর ইভেন্টে প্রতিশ্রুতি মতোই হাজির হল একাধিক চমক। সিইও টিম কুকের ভাষায় এটি ছিল সত্যিই এক “Awe Dropping” অনুষ্ঠান। ইভেন্টে লঞ্চ করা হয়েছে একসঙ্গে চারটি নতুন আইফোন মডেল— iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। পাশাপাশি এসেছে Apple Watch Series 11, Apple Watch SE 3, Watch Ultra 3 এবং নতুন AirPods Pro 3।
iPhone 17 ও iPhone Air – দাম ও স্পেসিফিকেশন
iPhone 17 শুরু হচ্ছে 82,900 টাকা থেকে (256GB ভ্যারিয়েন্ট)।
নতুন iPhone 17 Air-এর দাম 1,19,900 টাকা (256GB ভ্যারিয়েন্ট)। অ্যাপল এই মডেলটিকে তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে দাবি করছে। এতে থাকছে শক্তিশালী A19 Pro চিপসেট।
iPhone 17 Pro ও Pro Max – প্রিমিয়াম সিরিজ
নতুন প্রো সিরিজে এসেছে একাধিক স্টোরেজ অপশন।
iPhone 17 Pro: 256GB, 512GB ও 1TB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম শুরু 1,34,900 টাকা থেকে।
iPhone 17 Pro Max: প্রথমবারের মতো এসেছে বিশাল 2TB স্টোরেজ অপশন সহ। দাম শুরু 1,49,900 টাকা থেকে।
ক্যামেরায় রয়েছে 48MP+48MP+48MP ট্রিপল সেটআপ, সঙ্গে নতুন কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু ও সিলভার ফিনিশ।
নতুন Apple Watch ও AirPods
Apple Watch Series 11 ও Watch SE 3 এসেছে আরও স্মার্ট কানেক্টিভিটি সহ।
প্রিমিয়াম Watch Ultra 3-তে যুক্ত হয়েছে স্যাটেলাইট মেসেজিংয়ের মতো ফিচার।
তিন বছর পর আপডেট হওয়া AirPods Pro 3-এ রয়েছে হার্ট রেট মনিটর ও লাইভ ট্রান্সলেশন ফিচার।
সেল ও প্রি-অর্ডার
সব প্রোডাক্ট এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। ভারতে অফিশিয়াল সেল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।