/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/apple-iphone-copy.jpg)
আগামী সেপ্টেম্বরে iPhone X এর দ্বিতীয় জেনারেশন এবং iPhone X Plus লঞ্চ করতে চলেছে অ্যাপেল।
আইফোনের পরবর্তী মডেল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে গ্যাজেট ওয়ার্ল্ডে। ইতিমধ্যে সেই ফোনের ভিডিও ফাঁসও হয়েছে সোশ্যাল সাইটে, এবং শুরু হয়েছে অবশ্যম্ভাবী জল্পনা। নতুন আইফোন সিরিজের ডামি হ্যান্ডসেট নিয়ে ভিডিওটি বানিয়েছেন টিপস্টার শাই মিজরাচি নামের এক ব্যাক্তি। 9to5Mac থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ইতিমধ্যে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে এবছরে সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে অ্যাপেলের আগামী ফোন। সংস্থা থেকে জানানো হয়েছে অ্যাপেল প্রেমীদের জন্য বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে এই নতুন সিরিজের ফোনগুলি।
মিং চি কুও জানান তিনটি ফোনের মধ্যে একটিতে ৬.১ ইঞ্চির স্ক্রিনের LCD প্যানেল সহ থাকবে নচ ডিজাইনের ডিসপ্লে। গত বছর iPhone X দিয়ে প্রথম বাজারে অ্যাপেল লঞ্চ করেছিল বহু আলোচিত এই ডিজাইন। এছাড়া এর পাশাপাশি আগামী সেপ্টেম্বরে iPhone X এর দ্বিতীয় জেনারেশন এবং iPhone X Plus লঞ্চ করতে চলেছে অ্যাপেল।
স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে ফোনটির দাম হবে ৪১,১৪৫ থেকে ৪৮,০০২ টাকার মধ্যে। অবশ্যই মার্কিন ডলারের ওপর ভিত্তি করে এই টাকার অঙ্কের হিসাব করা হয়েছে। কয়েকদিন আগে মিং চি কুও জানিয়েছিলেন ৪৮,০০২ থেকে ৫৪,৮৬০ টাকা দাম হতে পারে পরবর্তী ফোনগুলির। ফোনটির LCD প্যানেলে থাকবে OLED স্ক্রীন। এদিকে থ্রি ডি টাচ ও ডুয়াল রিয়ার ক্যামেরার মতো জনপ্রিয় ফিচার থাকবে না। পরবর্তী আপগ্রেডেড iPhone X এর স্ক্রীন সাইজ হবে ৫.৮ ইঞ্চি। iPhone X Plus ফোনটিতে থাকবে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে।
প্রসঙ্গত, শুধু কম দামের আইফোন নয়, MacBook Air ও আনতে চলেছে অ্যাপেল। তাও তুলনামূলকভাবে অনেকটাই কম দামে। এছাড়া ফেস আইডি সহ iPad এবং বড় ডিসপ্লের অ্যাপেল ওয়াচ নিয়ে আসছে কোম্পানি। যদিও আপাতত এই দুটিই গুজবের তালিকায়, যা রটে তার কিছু তো বটে! মিং চি কুওর বক্তব্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে অ্যাপেলের LCD ডিসপ্লের iPhone।