Advertisment

এটাই কি iphone XR?

অ্যাপল iphone XR ৬৪ জিবি, ১২৮ ও ২৫৬ জিবি মডেলের সাদা, কালো, হলুদ, নীল রঙে ৭৬,৯০০ টাকায় পাওয়া যাবে। ১৯ অক্টোবর থেকে এই ফোনটি ভারতীয়রা অর্ডার দিতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Apple iPhone XR first impressions

অনেকদিন ধরেই অ্যাপেলের iPhone XR ফোনটি নিয়ে জল্পনাকল্পনা চলেছিল গ্যাজেট ওয়ার্ল্ডে। এখন সে সব অতীত। ৬.১ ইঞ্চির iPhone XR এর আউটলুক তাক লাগিয়ে দিয়েছে মোবাইল দুনিয়াকে। তবে ফোনটির সামনের অংশ হুবহু আইফোন টেনের মতই। পিছনের দিকটি iPhone 8 নকল করেছে অ্যাপেল নিজেই। তবে iPhone XR এবং iPhone XS দুটিকে পাশাপাশি ধরলে LCD ডিসপ্লের সেই তফাৎ চোখে পরবে না।

Advertisment

তবে অ্যালুমিনিয়ামটি আইফোন এক্স সিরিজের থেকে সামান্য আলাদা।এই ফোনটির জন্য অ্যাপেল তিন রকমের রঙ নিয়ে এসেছে। যা নতুন প্রজন্মের কাছে আকর্ষনীয় হতে পারে।

publive-image

ওয়াইড অ্যাঙ্গেলের ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে।

অ্যাপল iphone XR ৬৪ জিবি, ১২৮ ও ২৫৬ জিবি মডেলের সাদা, কালো, হলুদ, নীল রঙে ৭৬,৯০০ টাকায় পাওয়া যাবে। ১৯ অক্টোবর থেকে এই ফোনটি ভারতীয়রা অর্ডার দিতে পারবেন। iphone XR সহ বাকি দুটো ফোনেই নেই হোম বটম। প্রথমবার এই ফোনে edge-to-edge LCD ডিসপ্লে পাওয়া যাবে। তবে গুজব খানিক সত্য, এতে নেই জনপ্রিয় থ্রিডি টাচ। ওয়াইড অ্যাঙ্গেলের ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ফোনটিতে। ক্যামেরার ফিচারের তেমন কোনো ব্যতিক্রম নেই। ব্যাটারি ব্যকআপ iphone 8 plus ফোনটির মতই হবে বলে জানিয়েছে অ্যাপেল।

এটা ভাল যে অ্যাপল iphone XR এর প্রসেসিং পাওয়ারের সঙ্গে আপোস করে নি। এবং সেই তুলনায় দামও অনেক কম। এখন, ভারতে ৭৬,৯০০ থেকে শুরু হবে দাম। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের iphone xs সিরিজের ওপর ছাড় ঘোষণা করা হয়েছে। আইফোন এক্স, আইফোন এক্স এসের দামের সঙ্গে আইফোনের এক্স আর টেক্কা দিতে পারে। তবে এতে আর কী এল গেল, কোম্পানির নিজের প্রোডাক্টের মধ্যেই এই প্রতিযোগিতা ঘটে থাকবে। তবে যাঁদের বড়ো ফোনের দিকে ঝোঁক, তাঁরা iphone xr বেছে নিতে পারেন।

apple
Advertisment