এগিয়ে এল অ্যাপেলের লঞ্চ, কত দাম হবে নতুন আইফোনের?

১৪ সেপ্টেম্বর থেকে আগাম বুকিংয়ের জন্য রেজিস্টার করা যাবে বলে জানা গেছে জার্মানির এক সাইটে প্রকাশ হওয়া প্রতিবেদন থেকে।

১৪ সেপ্টেম্বর থেকে আগাম বুকিংয়ের জন্য রেজিস্টার করা যাবে বলে জানা গেছে জার্মানির এক সাইটে প্রকাশ হওয়া প্রতিবেদন থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
apple-bloomberg-copy

পুলিশের ছোড়া গুলিতে নিহত অ্যাপেল কর্মী

১২ সেপ্টেম্বর স্টিভ জোবস থিয়েটারে অ্যাপেলের ইভেন্ট অনুষ্ঠিত হবে। আপাতত যেটুকু খবর ফাঁস হয়েছে, তাতে জানা গিয়েছে, স্মার্টফোনের সঙ্গে Apple Watch Series 4 সহ MacBook Air-ও লঞ্চ হবে এদিন। ১৪ সেপ্টেম্বর থেকে আগাম বুকিংয়ের জন্য রেজিস্টার করা যাবে বলেও জানা গিয়েছে জার্মানির এক সাইটে প্রকাশ হওয়া প্রতিবেদন থেকে। একই সঙ্গে জানা গেছে, ফোনটি কিনতে পারা যাবে ২১ সেপ্টেম্বর থেকে।

Advertisment

Advertisment

এ বছর তিনটি iPhone লঞ্চ করতে চলেছে অ্যাপেল। LCD ডিসপ্লে সহ এই ফোনগুলির দাম থাকবে সাধ্যের মধ্যে। মিং চি কুও জানান তিনটি ফোনের মধ্যে একটিতে ৬.১ ইঞ্চির স্ক্রিনের LCD প্যানেল সহ থাকবে নচ ডিজাইনের ডিসপ্লে। গত বছর iPhone X দিয়ে প্রথম বাজারে অ্যাপেল লঞ্চ করেছিল বহু আলোচিত এই ডিজাইন। পাশাপাশি iPhone X এর দ্বিতীয় জেনারেশন এবং iPhone X Plus লঞ্চ করতে চলেছে অ্যাপেল। iPhone X Plus ফোনটিতে ৫.৮ এবং ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তবে আশা করা হচ্ছে ক্যামেরা থাকবে ১টি। ৪ জিবি র‌্যাম এবং ফেস আইডি ফিচার থাকবে ফোনটিতে। ৩জিবি র‌্যাম, ফেসআইডি ফিচার ও ডুয়াল সিমের iPhone 8 ভালো বাজার করেছে গত বছর।

তিনটি নতুন iPhone এর দুটিতে OLED ডিসপ্লে থাকবে। এবার এক রিপোর্টে এই দুই OLED ডিসপ্লের iPhone XS আর Apple Watch Series 4-এর ছবি 9to5Mac ওয়েবসাইটে। তাতে দেখা গেছে গোল্ড রঙের দুটি ফোন। তবে এই রিপোর্টে কম দামের ৬.১ ইঞ্চি LCD ডিসপ্লের হদিস মেলেনি। তবে ডিসপ্লের সাইজ যে বেশ বড়ো তার আন্দাজ মিলেছে। ফোনটি A12 চিপসেট এবং A11 বায়োনিক চিপ দ্বারা চালিত হবে। দাম কম হওয়ার যে গুজব রটে আছে। তাতেও বিশেষজ্ঞরা আন্দাজ করছে নয় নয় করে ফোনটির দাম উঠতে পারে ৭১,০৬৫ টাকা।

অ্যাপেল ইভেন্ট দেখতে দেখুন অ্যাপেল টিভি অ্যাপ অথবা https://www.apple.com/apple-events/september-2018/ এই ওয়েবসাইটে।

apple iphone