Advertisment

গুনগত মান কি কমে গেল অ্যাপেলের আসন্ন ফোনের?

অবশ্যই বড় হবে আসন্ন ফোনের স্ক্রিন। iPhone X মোডেই পাওয়া যাবে ৬.১ ইঞ্চির স্ক্রিন। যার নাম হয়ত হতে পারে iPhone 11 বা iPhone XS।

author-image
IE Bangla Web Desk
New Update
apple-iphone-main

অ্যাপেলের দাবি তারাই প্রথম টাচ আইডি সজ্জায় নিয়ে এসেছিল বায়োমেট্রিক সলিউশন।

কানাঘুষো শোনা গিয়েছিল, সেপ্টেম্বরেই লঞ্চ হবে অ্যাপেলের আসন্ন ফোনগুলি। ১২ সেপ্টেম্বর ঠিক হয়েছে সেই দিন। কিন্তু ইতিমধ্যে গ্রাহকদের মনে অনেক প্রশ্ন ঘনীভূত হয়েছে। সত্যি কি তিনটি ফোন লঞ্চ হবে একই দিনে? নাকি আরও কিছু বেরোবে স্টিভ জোভসের ঝুলি থেকে? সম্পূর্ণ স্ক্রিনের ফোন তো এনে ফেলেছে বাজারে, তাহলে কি আরও বড় ডিসপ্লে আনতে চলেছে অ্যাপেল? এদিকে শোনা যাচ্ছে, দামও নাকি কম হবে তুলনামূলকভাবে। এত প্রশ্ন আনাগোনা করছে গ্যাজেট ওয়ার্ল্ডে। তাহলে কি গুণগত মান কমল অ্যাপেলের ফোনের?

Advertisment

এবারের অ্যাপেল ইভেন্টে তিনটি ফোন একসঙ্গে লঞ্চ করতে চলেছে কোম্পানি। গত বছর বাজারে আসা অ্যাপল টেনের আপডেটেড ভার্সন, iPhone 9, যার দাম হয়ত তুলনামূলকভাবে একটু কমই হবে। তবে এতে iPhone 8-এর চেয়ে বেশি কী ফিচার থাকবে তা নিয়ে সন্দেহ আছে।

অবশ্যই বড় হবে আসন্ন ফোনের স্ক্রিন। iPhone X মোডেই পাওয়া যাবে ৬.১ ইঞ্চির স্ক্রিন। যার নাম হয়ত হতে পারে iPhone 11 বা iPhone XS।

সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে নতুন মডেলের সমস্ত ফোন। এমনই গুজব ছড়িয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু iPhone SE ফোনটির ক্ষেত্রে নিজের পথেই হেঁটেছে অ্যাপেল। বিশেষজ্ঞরা মনে করেন অ্যাপেল কোনো দিনই আর পাঁচটা কোম্পানির মত কম দামে ফোন নিয়ে এসে গড় ব্যবসায় মাথা গলানোর চেষ্টা করে নি। কিন্তু দাম কমিয়ে গুণগতমানে আপোষ করলে ব্যবসা করতে কতটা সক্ষম হবে তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে ।

ইতিমধ্যে শোনা গেছে, অ্যাপেল তুলে নিচ্ছে তাদের 3D টাচের মত ফিচার। কোম্পানি জানিয়েছে তাদের 3D টাচ সেভাবে জনপ্রিয়তা পায়নি। তাই পরবর্তী ফোনে থাকবে কিনা এই ফিচার সেটাই দেখার। তাহলে এবার কি পেতে চলেছেন আইফোন অনুরাগীরা? প্রসেসরের ক্ষমতা, সঙ্গে ক্যামেরা, হলো এবারের ফোনের ইউএসপি। ডুয়াল ক্যামেরা তো থাকবেই, সঙ্গে ফেস আইডি থাকারও সম্ভাবনা আছে। বড়ো স্ক্রিনের Apple Watch 4 ও iPad Pro লঞ্চ করার সম্ভাবনা রয়েছে।

iphone apple
Advertisment