আজ থেকে ios-এর নতুন বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ইউজাররা। কী কী নতুন ফিচার পাবেন নতুন অপারেটিং সিস্টেমে, রইল তার তালিকা।
১) আপডেটের সঙ্গে সঙ্গে স্মার্ট হয়েছে অ্যাপেল কোম্পানির ডিজিটাল অ্যাসিস্টেন্ট সিরি। এবার থেকে আপনার মনের কথা সহজেই বুঝে যাবে সে। একই সঙ্গে ইমেল এবং মেসেজের তথ্য পড়ে আপনাকে মিটিং এবং ইভেন্টের কথা মনে করিয়ে দেবে সে। অবশ্যই এই কাজ আপনি নিজেই ম্যানুয়ালি করতে পারবেন। এছাড়া ভয়েস কমান্ড মেনে চটজলদি কাজ করে দিতেও সক্ষম অ্যাপেলের সিরি।
I'm loving ARKit2.0 image tracking! Made a #UI prototype for futuristic game shopping! I hope you like it! #arkit2 #arkit #iOS12 #AugmentedReality pic.twitter.com/PFR1utPCyb
— Yuma Soerianto (@yumaSoerianto) June 24, 2018
২) iOS 12 এ যুক্ত হয়েছে ফেস ট্র্যাকিং, রিয়ালিস্টিক রেন্ডারিং, থ্রিডি অবজেক্ট ডিটেকশানের মতো নতুন কিছু ফিচার। বদল ঘটেছে অগমেন্টেড রিয়ালিটিতে। নিজেদের নতুন ARKit 2.0 ফ্রেমওয়ার্ক লঞ্চ করেছে কোম্পানি।
Bringing newspapers to life with #ARKit. ????????
Animated weather maps and sports highlights are just the beginning! Built with #ARKit2 on #iOS12. pic.twitter.com/JVth2FQCFw
— Nathan Gitter (@nathangitter) June 23, 2018
৩) iOS 12 আপডেটে কিছু বদল ঘটেছে ফটো অ্যাপেও। এবার থেকে আগে তোলা আপনার ফোনে গুরুত্বপূর্ণ জায়গা বা ইভেন্টের ছবি নিজে থেকেই খুঁজে দিতে সাহায্য করবে এই অ্যাপ।
৪) ফোনে আগে থেকেই যে অ্যাপ ইনস্টল করা ছিল তা নিজে থেকেই আপডেট নিয়ে নেবে। যার ফলে বদলে যাবে কিছু অ্যাপের ডিজাইনও। অ্যাপেল নিউজ অ্যাপের সঙ্গে থাকবে নতুন ব্রাউজিং ট্যাব। অন্যদিকে iBooks অ্যাপ এর নাম হয়ে যাবে অ্য়াপেল বুকস। নতুন আপডেটে CarPlay নামক থার্ড পার্টি নেভিগেশান অ্যাপ সাপোর্ট করবে বলে জানিয়েছে সংস্থা। যার ফলে CarPlay তে Google Maps ব্যবহার করতে পারবেন ইউজাররা।
৫) একাধিক ফিচার যোগ হয়েছে মেসেজিং অ্যাপ এ। দেখা মিলবে নতুন ইমোজির। iPhone X এ থ্রিডি ইমোজি কাস্টোমাইজ করার জন্য এসেছে নতুন ফিচার।
It’s me. #iOS12 pic.twitter.com/ics4tB3H9e
— Norman Posselt (@normanposselt) June 26, 2018
৬) অফুরন্ত নোটিফিকশনে বিরক্ত হয়ে গেলে ব্যবহার করতে পারবেন ডু নট ডিসটার্ব ফিচারটি। ঘুমাতে যাওয়ার সময় বা দরকারি কাজের সময় অন রাখুন ডু নট ডিসটার্ব। রোজ সকালে সেটি অফ করে দিলে সুপ্রভাত জানাবে আপনার সাধের ফোন আপনাকে।
৭) কতক্ষণ বা কত সময় অন্তর ফোন ব্যবহার করেছেন এই সবের পরিসংখ্যান দিয়ে দেবে নতুন স্ক্রিন টাইম ফিচার।
৮) আপনার ব্যবহারের ওপর নির্ভর করে সিরি বেছে নেবে কী কী আপনার প্রয়োজনীয় অ্যাপ। যে অ্যাপ আপনি খুবই কম ব্যবহার করেন তা আপনাআপনি ফোন থেকে সরিয়ে দেবে সিরি।
৯) একবারে ৩২ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন আপনি। ইন্টিলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন ফিচার যোগ হয়েছে iOS 12 এ। যার ফলে আপনার অনলাইন অ্যাকটিভিটি ট্র্যাক করা যাবে না।