যত দিন যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিন লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৮০০০ জনের মৃত্যু ঘটেছে। বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ১২ লক্ষ ৮৭ হাজার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়, প্রায় ৭০ হাজার ৮৮২ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে দমন করতে ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে জানা যাচ্ছে, গবেষণা শুরু হয়ে গিয়েছে। কিন্তু, তার ফলাফল কবে বের হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই ভয়ানক পরিস্থিতিতে এগিয়ে এসেছে অ্যাপেল। চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীদের জন্য ভাইরাসরোধক 'ফেস শিল্ড' তৈরি করেছে অ্যাপেল।
করোনার গ্রাসের সামনে দাঁড়িয়ে নিত্যদিন রোগীকে সুস্থ করে তোলার জন্য অবিরাম চেষ্টা চালাচ্ছেন ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এদের সুরক্ষার কথা চিন্তা করে অ্যাপেল উন্নত মানের 'ফেস শিল্ড' তৈরি করেছে।
রবিবার টিম কুক টুইট করে জানান, কোভিড-১৯ এর হাত থেকে ডাক্তার নার্স সহ সকল স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে অ্যাপেল 'ফেস শিল্ড' তৈরি করেছে। আগামীদিনে চাহিদা অনুযায়ী এই শিল্ডের জোগান দেবে সংস্থা। প্রতি সপ্তাহে প্রায় ১০ লক্ষ্যেরওল বেশি ‘ফেস শিল্ড’বানাতে পারব অ্যাপেল। ইতিমধ্যে মার্কিন স্বাস্থ্য কর্মীদের কাছে পৌঁছে গিয়েছে ‘ফেস শিল্ড’।
উল্লেখ, এদিন টিম কুক আরও বলেন, অ্যাপেল আগামীদিনে যতটা সম্ভব প্রয়োজনে অত্যাবশ্যকীয় সরঞ্জামের জোগার করবে। জানা যাচ্ছে, করোনা সংক্রমণ রুখতে এ প্রায় ২ কোটি ফেস মাস্কের জোগান দিয়েছে এই টেক জায়েন্ট সংস্থা।