/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/apple-iphone-x-main.jpg)
তৃতীয় ক্যামেরাতে থাকবে 3D স্পেস
স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাও হতে চলেছে ব্যাক ডেটেড। কারণ এবার অ্যাপেল তার আপকামিং টেন সিরিজে নিয়ে আসছে ৩টি ক্যামেরা। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে রটেছে সে খবর। কোরিয়ার ET News প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তিনটি ক্যামেরার মধ্যে তৃতীয় ক্যামেরাটি অনেক বেশি উন্নত মানের হবে। যেমন এখন রয়েছে অ্যাপেলের আইফোন টেনের সামনের ক্যামেরায় পেয়ে থাকেন। এদিকে ফিচারের তালিকায় TrueCamera system থাকতে পারে।
A triple-camera iPhone X is coming in 2019 #Applehttps://t.co/bPNPNt0LGa
— Express Technology (@expresstechie) July 8, 2018
Jesset Taunch Chippak Korea (JSCK), চিনে অবস্থিত একটি কোরিয়ান বিনিয়োগ সংস্থা। অ্যাপেল তাদের আসন্ন ফোনের তৃতীয় ক্যামেরার সেন্সর উন্নত করার জন্য দায়িত্ব দিয়েছে এই কোম্পানিটির ওপর। এই ক্যামেরাতে থাকবে 3D স্পেস। ২০১৯ সাল থেকে গণহারে এই ফোনের উৎপাদন শুরু হবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। অ্যাপেলের চাহিদায় সাড়া দিয়েছে Cupertino কোম্পানি। শুধু তাই নয়, অ্যাপেলের ক্যামেরাকে আরও উন্নত করতে হাত বাড়িয়েছে LG Innotek।
সুতরাং, এইটা যে গুজব নয় তা পরিষ্কার। ২০১৯ সালে অ্যাপেলের আপকামিং ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। তাইওয়ানিজ Economic Daily News এ গত এপ্রিল মাসে প্রকাশ হয়েছিল তিনটি ক্যামেরাই হবে ১২ মেগাপিক্সেলের। যার মধ্যে থাকবে 5x অপটিকাল জুম। তবে ট্রিপল ব্যাক ক্যামেরা তৈরিতে যে অ্যাপেলই প্রথম তা নয়। Huawei P20 Pro ও Samsung Galaxy S10 এর পাওয়া যাবে তিনটি রিয়ার ক্যামেরা।