আইফোন খ্যাত সংস্থা অ্যাপেল হয়ত আজই লঞ্চ করতে চলেছে তাদের লেটেস্ট ফোন দুটির রেড ভার্সন। আজকাল ক্রেতাদের প্রলুদ্ধ করতে মোবাইল কোম্পানীগুলি বিভিন্ন রঙের ফোন বের করে। তবে আইফোন রেড সেরকম কোন প্রচারকৌশল নয়। অ্যাপেল এই বিশেষ এডিশনের ফোনটি প্রতিবছর তৈরী করে আফ্রিকায় এইডস প্রতিরোধ এবং সামাজিক প্রচার করা রেড নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য করবার জন্য।
ম্যাকরিউমারের সুত্রের খবর ব্রিটিশ মোবাইল পরিষেবা কোম্পানী ভার্জিন মোবাইল তাঁদের কর্মচারীদের জানিয়েছেন আইফোন এইঠ এবং আইফোন এইঠ প্লাসের রেড এডিশন সোমবার অর্থাৎ ৯ এপ্রিল থেকে পাওয়া যাবে। দুটি আইফোন মডেলই আপাতত প্রি-অর্ডারে পাওয়া যাবে। ফোনটির দাম এবং অন্যান্য তথ্য পরে অ্যাপেল জানাবে বলে জানা গেছে।
উল্লেখ্য, অ্যাপেল এখনও অব্দি আইফোন টেনের রেড এডিশন সম্পর্কে কিছুই জানায়নি। তবে সুত্রের খবর অনুযায়ী বিখ্যাত এই তথ্যপ্রযুক্তি কোম্পানী এবছর বের হওয়া তিনটি আইফোনেরই রেড ভার্সন বাজারে নিয়ে আসবে। তবে এই ফোনগুলি কখন পাওয়া যাবে আর তাদের দামই বা কত হবে সে বিষয়ে বিশদ কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
অ্যাপেল বহুবছর ধরেই তাঁদের বিভিন্ন গ্যাজেটের রেড ভার্সন বিক্রি করে প্রায় ১০৩৮ কোটি টাকা সংগ্রহ করেছেন। আইফোন ছাড়াও অ্যাপেল রেড আইপড এবং আইপ্যাড ও বের করেছে। গতবছর কুপারটিনোবাসী কোম্পানীটি বের করেছিল আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস রেড ভার্সন।
এই রেড ভার্সনের প্রোডাক্ট বিক্রির লভ্যাংশের একটি বড় অংশ এইডস নির্মুল করবার জন্য আটটি আফ্রিকান দেশে কাজ করে। দেশগুলি হল যথাক্রমে- ঘানা, কেনিয়া, লেসোথো, রোয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, স্বাযিল্যান্ড, তানজানিয়া এবং জাম্বিয়া।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল