Advertisment

AI Suitcase: ভ্রমণের আনন্দ এখন দ্বিগুণ, নিজে নিজেই আপনার সঙ্গে চলবে এই AI স্যুটকেস, আবিষ্কার তাক লাগাবে

আপনার সঙ্গে যদি এই AI স্যুটকেস থাকে তবে যাত্রার সময় লাগেজ নিয়ে আপনাকে আর কোন সমস্যায় পড়তে হবে না।

author-image
IE Bangla Tech Desk
New Update
arista vault follow me smart luggage, arista vault, follow me smart luggage, arista vault price, follow me smart luggage price, smart luggage, smart luggage price, smart suitcase, smart suitcase price, ai suitcase, ai suitcase price, Ai suitcase india, cowarobot suitcase, auto-follow suitcase india, Ai suitcase price in india, cowarobot suitcase price in india, follow me technology, follow me technique, briefcase,

আপনার সঙ্গে যদি এই AI স্যুটকেস থাকে তবে যাত্রার সময় লাগেজ নিয়ে আপনাকে আর কোন সমস্যায় পড়তে হবে না।

AI Suitcase: ভ্রমণের সময়, বিমানবন্দর বা রেলস্টেশনে লাগেজ নিয়ে মানুষকে নানান সমস্যার মুখে পড়তে হয়। সমস্যা সমাধানে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে দিল্লির একটি স্টার্ট আপ সংস্থা। চমৎকার স্যুটকেস বাজারে এসেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে চলে। স্মার্ট লাগেজ সিস্টেম আপনার জার্নিকে আরও আরামদায়ক করে তুলবে। আপনার সঙ্গে যদি এই AI স্যুটকেস থাকে তবে যাত্রার সময় লাগেজ নিয়ে আপনাকে আর কোন সমস্যায় পড়তে হবে না।

Advertisment

প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া অভিযান আজ আমাদের দেশে সাফল্য পাচ্ছে। এই প্রচারের অধীনে, দিল্লি ভিত্তিক একটি সংস্থা একটি স্বয়ংক্রিয় রোবোটিক লাগেজ সিস্টেম তৈরি করেছে। এই স্যুটকেসটির বিশেষত্ব হল স্বয়ংক্রিয়ভাবে আপনার দেওয়া ইনপুট ফলো করা । রিমোটের মাধ্যমে আপনি এই স্যুটকেসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলো মি টেকনিক এআই স্যুটকেস তৈরিতে সফল হয়েছে।

পাশাপাশি এই স্যুটকেসটির উপর বসে আপনি কিছুটা পথ আরামে ভ্রমণও করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে এই স্যুটকেসের বিশেষত্ব হল এটি 120 কেজি ওজনের এক ব্যক্তিকে বহন করতে পারে এবং একবার চার্জে ৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

আরও পড়ুন - < Astronauts spacesuit: ৫ মিনিটেই প্রস্রাব পরিণত হবে বিশুদ্ধ জলে, দুরন্ত কীর্তি গষেকদের, চমকে উঠল তামাম বিশ্ব >

এই স্মার্ট লাগেজ সিস্টেমে একটি রিমুভেবেল ব্যাটারিও রয়েছে যার সাহায্যে আপনি আপনার মোবাইল ফোনও চার্জ করতে পারেন। পুরো চার্জ হতে 2 ঘন্টা সময় লাগে। বর্তমানে একটি ব্রিফকেসের দাম প্রায় ৫০ হাজার টাকা, তবে কোম্পানির দাবি খুব শীঘ্রই কম দামে বাজারে পাওয়া যাবে এই স্মার্ট স্যুটকেসটি।

Artificial Intelligence Tech News
Advertisment