Advertisment

Astronauts spacesuit: ৫ মিনিটেই প্রস্রাব পরিণত হবে বিশুদ্ধ জলে, দুরন্ত কীর্তি গষেকদের, চমকে উঠল তামাম বিশ্ব

তৃষ্ণা পেলে এবার মহাকাশে আর চিন্তা নেই। নিজেদের প্রস্রাব মাত্র ৫ মিনিটেই পরিণত হবে বিশুদ্ধ জলে। আর সেই জল পান করতে পারবেন মহাকাশচারীরা।

author-image
IE Bangla Tech Desk
New Update
NASA, Technology, Artemis Spacesuit, Urine-recycling spacesuit, NASA Artemis program, Long-duration spacewalks, Dune-inspired stillsuit, indian express, express explained

৫ মিনিটেই প্রস্রাব পরিণত হবে বিশুদ্ধ জলে

Astronauts spacesuit: তৃষ্ণা পেলে এবার মহাকাশে আর চিন্তা নেই। নিজেদের প্রস্রাব মাত্র ৫ মিনিটেই পরিণত হবে বিশুদ্ধ জলে। আর সেই জল পান করতে পারবেন মহাকাশচারীরা। শুনতে অবাক লাগলেও এমনই ইউনিক ফিচার সম্বলিত একটি স্পেসস্যুট তৈরি করেছেন বিজ্ঞানীরা। যার মাধ্যমে এবার থেকে মহাকাশচারীরা তাদের নিজের প্রস্রাব পান করতে পারবেন।

Advertisment

বিজ্ঞানীরা মহাকাশচারীদের জন্য একটি স্যুট তৈরি করেছেন যা তাদের প্রস্রাবকে পানীয় জলে মুহূর্তে বদলে দেবে। এই স্যুটটি নাসার আর্টেমিস প্রোগ্রামে ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে।

জলের অভাবে মহাকাশে মহাকাশচারীদের যাতে আর সমস্যায় পড়তে না হয় তার জন্য দুরন্ত উদ্যোগ নিল বিজ্ঞানীরা। গবেষকরা মহাকাশচারীদের জন্য একটি স্যুট তৈরি করেছেন যা তাদের প্রস্রাবকে মাত্র ৫ মিনিটে পানীয় জলে পরিণত করতে পারবে। এই স্যুটটি নাসার আসন্ন বড় মিশন আর্টেমিস প্রোগ্রামে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। আর্টেমিস প্রোগ্রামের অধীনে, নাসা ২০২৬ সালে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা করেছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। গবেষকদের মতে, এই স্যুটটি মাত্র ৫ মিনিটে প্রস্রাব বিশুদ্ধ করে মানুষের জন্য তা পানযোগ্য করে তুলবে।

আরও পড়ুন - < Bajaj freedom 125 vs Hero super splendor xtec: বাজাজ CNG নাকি হিরো Super Splendor XTEC, মাইলেজ থেকে ফিচার্স সেরা কে? >

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বানিয়েছেন নতুন ধরনের স্পেসস্যুট। এতে রয়েছে একটি বাহ্যিক ক্যাথিটার, যার সঙ্গে যুক্ত রয়েছে ফরোয়ার্ড-রিভার্স অসমোসিস ইউনিট। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা প্রস্রাব সংগ্রহ করে এবং পাঁচ মিনিটের মধ্যে তা সরাসরি বিশুদ্ধ জলে পরিণত করবে।

কর্নেল ইউনিভার্সিটির গবেষক সোফিয়া এটলিনের মতে, মহাকাশচারীদের বর্তমানে তাদের স্যুটের ওয়াটার ব্যাগে মাত্র এক লিটার জল ধরে যা দীর্ঘস্থায়ী মিশনের জন্য যথেষ্ট নয়। এই স্যুটের ওজন মাত্র ৮ কেজি। শীঘ্রই এই স্যুট নিয়ে আরও বিস্তারিত পরীক্ষায় নামছেন গবেষকদের দল।

NASA Tech News Space
Advertisment