Advertisment

Asus Zenfone 5Z launch in India today: Oneplus 6 কে টেক্কা দিতে পারল কি Asus?

Asus Zenfone 5Z launch in India today: বডি রেশিওর মধ্যে ৯০ শতাংশ জুড়েই থাকবে স্ক্রিন। বহু আলোচিত অ্যাপেল iPhone x কে নকল করতে ছাড়ল না Asusও।

author-image
IE Bangla Web Desk
New Update
Asus Zenfone 5Z launch in India today: Expected price in India

৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ২৯,৯৯৯ টাকা।

Oneplus 6 এর সঙ্গে পাল্লা দিতে পারদর্শী এই Asus Zenfone 5Z । এমনটাই মনে করছে গ্যাজেট ওয়ার্ল্ড। বডি রেশিওর ৯০ শতাংশ জুড়েই থাকবে স্ক্রিন। বহু আলোচিত অ্যাপেল iPhone x কে নকল করতে ছাড়ল না Asusও। এতেও পাওয়া যাবে নচ ডিজাইনের ডিসপ্লে, যা সুরক্ষিত থাকবে ২.৫D curved Corning Gorilla Glass এর দ্বারা। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট রিডার। ফোনের বাকি অংশে রয়েছে glass unibody design।

Advertisment

Asus Zenfone 5Z Specification

১) Android 8.0 Oreo বেসড ZenUI 5.0 অপারেটিং সিস্টেমে চলবে Asus ZenFone 5Z। ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৬.২ ইঞ্চি স্ক্রিনের বৈশিষ্ট্য Full HD+ সঙ্গে  LCD ডিসপ্লে।

২) স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটে চলা ফোনটিতে থাকবে৬/ ৮ জিবি র‌্যাম ও ৬৪/১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ। ২৫৬ জিবি এক্সটারনাল স্টোরেজ। এছাড়া থাকছে Adreno 630 GPU।

৩) ফোনটির ডুয়াল রিয়ার ক্যামেরার জনপ্রিয়তার কথা মাথায় রেখে Asus ZenFone 5Z ফোনে রাখা হয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেল বরাদ্দ। ফোন আনলক করার জন্য থাকবে ফেস আনলক ফিচার ।

৪) ডুয়াল সিমের Asus ZenFone 5Z ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে  3300 mAh।

Asus Zenfone 5Z launch in India today: Expected price in India

ভারতে লঞ্চ হওয়ার আগেই ফ্লিপকার্টে প্রকাশ্যে এসেছে ফোনটির দাম সহ স্পেশিফিকেসনের খুঁটি নাটি। দুটি ভার্সনের মধ্যে,৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ২৯,৯৯৯। অন্য মডেলটির দাম ৩৯,৯৯৯ টাকা।

smartphone ASUS oneplus 6
Advertisment