জানা গেছে Zenfone Max Pro M2 লঞ্চ হওয়ার তারিখ ঘোষণা করেছে আসুস। এ মাসের ১১ তারিখই ভারতে লঞ্চ হবে ফোনটি। দিন কয়েক আগে সোশাল মিডিয়ায় কোম্পানি একটি ভিডিও শেয়ার করেছিল। যার ভিউ এবং সার্চ সংখ্যা দেখে আন্দাজ করা হচ্ছে Zenfone Max Pro M1 জনপ্রিয়তার পর মন কাড়তে পারে পরবর্তী মডেলও। নচ স্ক্রিনের সঙ্গে থাকবে ক্রনিং গোরিলা গ্লাস।
Watch Mr. James Hollis, Division Vice President at Corning Gorilla Glass talk about how the Gorilla Glass 6 makes the Zenfone Max Pro M2 the most durable smartphone in its segment. @corninggorilla #UnbeatablePerformer2dot0 pic.twitter.com/wt5CIGPZyP
— ASUS India (@ASUSIndia) December 1, 2018
The unrivalled champion of mid-range is ready to begin its dominance with the most durable screen in the segment – Corning Gorilla Glass 6. The Zenfone Max Pro M2 launches on 11th December, exclusively on @Flipkart. Stay tuned for more. @corninggorilla #UnbeatablePerformer2dot0 pic.twitter.com/Kd2vHKN22B
— ASUS India (@ASUSIndia) November 30, 2018
Asus ইন্ডিয়া ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানেই নিশ্চিত করেছে যে ফোনটিতে ডিসপ্লে রক্ষার জন্য দেওয়া হয়েছে “Corning Gorilla Glass6″। তাইওয়ানিজ কোম্পানি দাবি করে যে ফোনটি ১ মিটার ওপর থেকে ১৫ বার পড়লেও ভাঙবে না বা আঁচরের দাগ পরবে না ফোনটির স্ক্রিনে। আশা করা হচ্ছে দাম হতে পারে বছরের শুরুতে লঞ্চ হওয়া Zenfone Max Pro M1 কাছাকাছি।
Designed for the ones on the go and love to be productive all day. The EeeBook E203 has a graduated finish, powerful functionality of the latest Intel processor and 10 hrs of battery life. Now on @Flipkart at ₹13,990. Offer valid in this month only! https://t.co/pdsQlEhrZc (2/2) pic.twitter.com/EHO8TZiodi
— ASUS India (@ASUSIndia) December 1, 2018
Zenfone Max Pro M2 ফোনটির স্ক্রিন হতে পারে ৬ ইঞ্চি। ৪ , ৬ ও ৮ জিবি র্যামের মডেলে পাওয়া যাবে ফোনটি। স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরে চলা ফোনটিতে থাকবে ৪০০০ mAh ও ৫০০০ mAh এর ব্যটারি ব্যাকআপ। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে ১২ ও ৫ মেগাপিক্সেলের কম্বিনেশন থাকবে।