Electric scooters with long driving range: মানুষের অন্যতম পছন্দ ইলেকট্রিক স্কুটার। পেট্রোলের আকাশছোঁয়া দামে অনেকেই ই-স্কুটারের দিকে ঝুঁকেছেন। চড়া দামের বাজারে সবদিক থেকেই সাশ্রয়ের পথে ঝুঁকছেন আমজনতা। জ্বালানির দামের ছ্যাঁকা থেকে বাঁচতে তাই দারুণ বিকল্প ইলেকট্রিক স্কুটার। খুঁজতে হবে না পেট্রোলপাম্প, দিতে হবে না টোলট্যাক্সও, পরিবেশ বান্ধব স্কুটার কেনার উপযুক্ত সময় এখনই। আজ এই প্রতিবেদনে রইল Ather Rizta থেকে Ola S1 Pro, দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ সহ ৫ টি সেরা বৈদ্যুতিক স্কুটারের সন্ধান।
জ্বালানির দামের ছ্যাঁকা ! পেট্রোলের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন? এই পাঁচ দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার হতে পারে আপনার সেরা ড্রাইভিং পার্টনার। একবার সম্পূর্ণ চার্জে সহজেই ১৯৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ই-স্কুটারগুলি।
Ather 450 Apex মূল্য: এই Ather বৈদ্যুতিক স্কুটারের সর্বোচ্চ গতি 100kmph এবং এই স্কুটারটি সম্পূর্ণ চার্জে 157 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই স্কুটারটির দাম 1,94,999 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
Ola S1 Pro মূল্য: এই Ola ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি 120kmph এবং এই স্কুটারটি একবার চার্জে 195 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই স্কুটারটির দাম 1,29,999 টাকা (এক্স-শোরুম)।
Ather Rizta মূল্য: এই বৈদ্যুতিক স্কুটারটি সম্পূর্ণ চার্জে 159 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এই স্কুটারটির প্রাথমিক মূল্য 1,09,999 টাকা (এক্স-শোরুম)।
আরও পড়ুন : < Vivo Smartphone: Vivo-র বিরাট চমক, ভারতে লঞ্চ ব্র্যাণ্ডের 6000mAh ব্যাটারি সহ সস্তার 5G স্মার্টফোন, জলে ভিজলেও নেই চিন্তা! >
Okaya Fast F4 মূল্য: Okaya কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি 70kmph। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জে 160 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এই স্কুটারটির দাম 1,32,500 টাকা (এক্স-শোরুম)।
Okinawa OKHI-90 মূল্য: Okinawa কোম্পানির এই স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ করা হলে 160 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এই স্কুটারটির সর্বোচ্চ গতি 90kmph। এই স্কুটারটির দাম 1,86,006 টাকা (এক্স-শোরুম)।