ATM Withdrawal Charges: টাকা তোলায় দিতে হবে আরও বেশি চার্জ! ঘাম ছুটবে মধ্যবিত্তের, RBI-এর বিরাট ঘোষণায় মাথায় হাত

ATM Withdrawal Charges: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জ বাড়ালো আরবিআই। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই নগদ টাকা তোলার উপর আরোপিত চার্জ একধাক্কায় ২টাকা বাড়িয়েছে। এই নতুন চার্জ ১ মে, ২০২৫ থেকে প্রযোজ্য হবে।

ATM Withdrawal Charges: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জ বাড়ালো আরবিআই। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই নগদ টাকা তোলার উপর আরোপিত চার্জ একধাক্কায় ২টাকা বাড়িয়েছে। এই নতুন চার্জ ১ মে, ২০২৫ থেকে প্রযোজ্য হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
ATM Withdrawal Charges

টাকা তোলায় দিতে হবে আরও বেশি চার্জ!ঘাম ছুটবে মধ্যবিত্তের, RBI-এর বিরাট ঘোষণায় মাথায় হাত

ATM Withdrawal Charges: এবার টাকা তোলার জন্য আরও বেশি চার্জ গিতে হবে গ্রাহকদের। বড় চমক দিয়ে বিরাট ঘোষণা আরবিআইয়ের। 

Advertisment

এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে চার্জ বাড়ালো আরবিআই। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই নগদ টাকা তোলার উপর আরোপিত চার্জ একধাক্কায় ২টাকা বাড়িয়েছে। এই নতুন চার্জ ১ মে, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। 

সাধারণ ভাবে এটিএম থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা তোলার জন্য গ্রাহককে কোনও ফি দিতে হয় না। কিন্তু সীমা পেরিয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট চার্জ কেটে নেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুসারে, এখন থেকে চার্জ বাড়বে। ১ মে, ২০২৫ থেকে নগদ তোলার ক্ষেত্রে চার্জ ২ টাকা করা হবে। যার মানে এখন এটিএম থেকে নগদ তোলা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। 

এই বিষয়ে প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে সীমার বেশি নগদ তোলার ক্ষেত্রে জন্য প্রত্যেক ব্যক্তিকে প্রতি লেনদেনের জন্য ২১ টাকা চার্জ দিতে হয়। তবে, ১ মে থেকে, এই চার্জ  প্রতি লেনদেনের জন্য ২৩ টাকা হয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের কেন্দ্রীয় ব্যাংক, আরবিআই এবং এনপিসিআই (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া) যৌথভাবে এই পরিবর্তন করেছে।  

Advertisment

কেন্দ্রীয় ব্যাংক, আরবিআই অনুসারে, সমস্ত গ্রাহকরা কেবলমাত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে টাকা তুলতে পারবেন। মেট্রো শহরগুলিতে (যেমন মুম্বই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু), প্রতি মাসে তিনটি লেনদেনের জন্য কোন চার্জ দিতে হবে না।  ফি বৃদ্ধির পর  বিজ্ঞপ্তি অনুসারে, ১ মে থেকে, গ্রাহকরা মাসিক বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করলে প্রতিটি লেনদেনের জন্য অতিরিক্ত ২ টাকা দিতে হবে।

ATM RBI