/indian-express-bangla/media/media_files/2025/06/11/8y57nIFkJerSlAzSeYnb.jpg)
Shubhanshu Shukla & Team: (বাম দিক থেকে) অ্যাক্সিওম মিশন ৪-এর ক্রু সদস্য হাঙ্গেরির টিবর কাপু, ইসরো মহাকাশচারী শুভাংশু শুক্লা, নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন এবং পোল্যান্ডের (স্পেসএক্স) ইএসএ (ইউরোপীয় মহাকাশ সংস্থা) মহাকাশচারী স্লাওস উজানস্কি-উইজনিভস্কি। (ছবি- স্পেস এক্স)
Shubhanshu Shukla: ভারতের প্রথম মহাকাশযাত্রী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) দিকে পা বাড়াতে চলেছিলেন শুভাংশু শুক্লা। কিন্তু, সেই স্বপ্নের পথেই ফের একবার জটিলতা। Axiom-4 অভিযানের উৎক্ষেপণ আবারও স্থগিত হল, এবার প্রযুক্তিগত ত্রুটির কারণে। এর ফলে আপাতত অপেক্ষা আরও দীর্ঘ হল ১৪০ কোটি ভারতীয়র।
ফের স্থগিত মিশন
এই নিয়ে চতুর্থবারের জন্য স্থগিত হল Axiom-4 মিশন। ১১ জুন সন্ধ্যা ৫:৩০টায় (ভারতীয় সময়) ফ্লোরিডার NASA Kennedy Space Center থেকে ফ্যালকন ৯ রকেটে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু, রকেটের প্রথম পর্যায়ে থাকা লিকুইড অক্সিজেন (LOx) ট্যাংকে লিক ধরা পড়ায় SpaceX তা বাতিল করতে বাধ্য হয়।
আরও পড়ুন- বাজেটের মধ্যেই সেরা কুলিং মেশিন! পোর্টেবল এসির অ্যান্টি সামার জাদু
SpaceX-এর তরফে জানানো হয়েছে, সোমবারের স্ট্যাটিক ফায়ার টেস্টের পরে এই লিক ধরা পড়ে। যদিও মঙ্গলবারের মধ্যে তা মেরামতির কথা ছিল, কিন্তু সমস্ত পরীক্ষা শেষ না হওয়ায় উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়। ইসরো (ISRO) চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, 'Falcon 9 বুস্টার স্টেজের ৭ সেকেন্ডের হট টেস্টের সময় এই লিক ধরা পড়ে। তাই SpaceX, Axiom ও ISRO’র যৌথ সিদ্ধান্তে মেরামতির পর চূড়ান্ত যাচাই করা হবে। তারপরই উৎক্ষেপণের পরবর্তী দিন ঘোষণা করা হবে।'
Postponement of Axiom 04 mission slated for launch on 11th June 2025 for sending first Indian Gaganyatri to ISS.
— ISRO (@isro) June 11, 2025
As part of launch vehicle preparation to validate the performance of booster stage of Falcon 9 launch vehicle, seven second of hot test was carried out on the launch…
আরও পড়ুন- সবচেয়ে সস্তা, পাওয়ারফুল ইঞ্জিন! দুর্দান্ত মাইলেজ সহ সেরা ইভি আনছে TVS
SpaceX-এর ফ্লাইট রিলায়েবিলিটি প্রধান উইলিয়াম গার্স্টেনমায়ার বলেছেন, 'আগের Starlink মিশনের সময়ও এই বুস্টারে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সেই সময় ঠিকভাবে মেরামত হয়নি বলেই এটি ফের সামনে এল।' তিনি আরও জানান, রকেটের ইঞ্জিন ৫-এও thrust vector control সমস্যার কারণে কিছু যন্ত্রাংশ বদলাতে হয়েছে।
আরও পড়ুন- ৩০ সেকেন্ডেই ঘরকে বানান হিল স্টেশন! আপনার হাতের স্মার্ট ছোঁয়ায় বদলে যাবে স্লিপিং এক্সপিরিয়েন্স
NASA জানিয়েছে, জুন মাস জুড়েই রয়েছে একাধিক উৎক্ষেপণ উইন্ডো, প্রয়োজনে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। তাই আশা এখনও শেষ হয়নি। ভারতের তরুণ গগনযাত্রী শুভাংশুর এই অভিযানে সফলতা দেখতে তাই আপাতত অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।