Advertisment

বাজারে কি আসতে চলেছে পতঞ্জলি সিম ?

যোগাসনের গুরু কি যোগ দিলেন টেলিকম পরিষেবায়? এই নিয়ে ইতিমধ্যে ট্রোল ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই খবরের সত্যতা কতখানি?

author-image
IE Bangla Web Desk
New Update
patanjali-sim-card

স্বদেশি সমৃদ্ধি সিম লঞ্চ করল রামদেব বাবা।

যোগাসনের গুরু কি যোগ দিলেন টেলিকম পরিষেবায়? এই নিয়ে ইতিমধ্যে ট্রোল ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গত রবিবার ভারত সঞ্চার নিগম লিমিটেডের সঙ্গে জোট বেঁধে স্বদেশি 'সমৃদ্ধি সিম' নিয়ে এসেছে বিএসএনএল টেলিকম পরিষেবা। তবে খবরের শিরেনামে রয়েছে, রামদেব বাবা নাকি নিয়ে আসছেন পতঞ্জলি সিম। অবশ্যই সেটি গুজব। সুত্রের খবর, রামদেব তাঁর নিজস্ব কোম্পানির কর্মচারী ও অফিসিয়াল কাজকর্মের সুবিধার্থে বিএসএনএলের সঙ্গে জোট বেঁধেছেন।

Advertisment

গুজব বলছে ভারতে যদি ব্যবসা শুরু করে স্বদেশি সমৃদ্ধি সিম, তখন পতঞ্জলির অন্যান্য প্রোডাক্ট কিনলে ১০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে কেম্পানির তরফ থেকে। কিন্তু এই স্বদেশি সমৃদ্ধি সিম আদতে ভারত সঞ্চার নিগম লিমিটেডের নতুন প্রোডাক্ট। এই সিম নিলে প্রথম ১৪৪ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে আনলিমিটেড কল এবং ২ জিবি ডেটা প্যাক ও ১০০ টি এসএমএসের সুবিধা। এছাড়াও পাওয়া যাবে স্বাস্থ্য, ও জীবন বিমার সুবিধা। তবে এই সুবিধা মিলবে শুধুমাত্র পতঞ্জলি কোম্পানির কর্মচারীদের।

লঞ্চের অনুষ্ঠানে রামদেব জানান যে এতদিন বিএসএনএল ছিল সরকারি পরিষেবা, সেই সুতোর সঙ্গে গাঁটছড়া বাঁধল দেশীয় প্রোডাক্ট হিসেবে পতঞ্জলি। গোটা দেশ জুড়ে ৫ লাখের কাছাকাছি বিএসএনএল কাউন্টার, সেখান থেকেই নতুন সিম পাওয়া যাবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

কোম্পানির তরফ থেকে আরও জানানো হয়, তাদের প্রথম লক্ষ্য আকর্ষনীয় ডেটা প্যাক সহ কলিং প্যাকেজের সুবিধা দেওয়া। এছাড়া থাকছে ২.৫ থেকে ৫ লাখ টাকা লাইফ ইন্সুরেন্স সহ মেডিকেলের সুবিধা। রাস্তায় দুর্ঘটনা ঘটলে পাশে থাকবে পতঞ্জলি। এমনটাই আশ্বাস দিয়েছেন রামদেব। বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার সুনীল গার্গ জানিয়েছেন, কিছু অফিসিয়াল কাজ শেষ হলেই অ্যাকটিভেট হয়ে যাবে এই নতুন পরিষেবা।

telecom Patanjali
Advertisment